পাখির চোখ ১৬ জুলাইয়ের রবীন্দ্র সদন, কী ঘটবে সেখানে?
টেকনিশিয়ানদের ফেডারেশনের সঙ্গে শহরের কিছু পরিচালকের আইনি লড়াই চরম পর্যায়ে পৌঁছেছে। এই বিষয়ে এবার রাজ্য সরকারের হস্তক্ষেপের মুহূর্ত উপস্থিত হয়েছে। পরিচালকদের তরফে একটি বিবৃতিতে পুরো বিষয়টা খোলসা করা হলো।

টেকনিশিয়ানদের ফেডারেশনের সঙ্গে শহরের কিছু পরিচালকের আইনি লড়াই চরম পর্যায়ে পৌঁছেছে। এই বিষয়ে এবার রাজ্য সরকারের হস্তক্ষেপের মুহূর্ত উপস্থিত হয়েছে। পরিচালকদের তরফে একটি বিবৃতিতে পুরো বিষয়টা খোলসা করা হলো। সেখানে বলা হয়েছে, ”আমাদের ১৩ জন পরিচালকের হাইকোর্টে চলতে থাকা রিট পিটিশন ও দুটি কনটেম্পট পিটিশনের সম্বন্ধে যারা কৌতূহলী তাদের উদ্দেশ্যে এই ছোট্ট বার্তা। ৮ইজুলাই বিচারপতি অমৃতা সিংহের আদালতে আমাদের শুনানি নির্দিষ্ট ছিল। কোর্টে কী ঘটেছে তার সম্বন্ধে একটি সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি। প্রথমেই বিচারপতিকে অবগত করা হয় যে ডিভিশন বেঞ্চের সরকারের করা আপিলের পরিপ্রেক্ষিতে মাননীয় ডিভিশন বেঞ্চের বিচারপতিরা সিঙ্গল বেঞ্চের অর্ডার সম্বন্ধে কোনও হস্তক্ষেপ করতে অস্বীকার করেছেন। আমাদের আইনজীবীরা আদালত অবমাননার অভিযোগের শুনানির আবেদন জানান। তারা আদালতকে জানান, রিট পিটিশন দাখিল করার পর থেকে পরিস্থিতি উত্তরোত্তর খারাপ হয়েছে। তিন জনের শুটিংয়ে কোনও টেকনিশিয়ানকে আসতে দেওয়া হয়নি, এবং এর মধ্যেই দুজন পিটিশনকারী মামলা থেকে নিজেদের নাম তুলে নিতে বাধ্য হয়েছেন। আইনজীবীরা বলেন, কী পরিস্থিতিতে তাদের নাম তুলে নিতে হলো তা আমাদের কাছে পরিষ্কার হলেও তাদের সম্বন্ধে আদালতে আমরা কিছু বলবো না, তাদের ব্যক্তিগত নিরাপত্তার কথা মাথায় রেখে। এরপর বিচারপতি জানতে চান, ৩রা এপ্রিল তিনি যে সরকারের উদ্দেশ্যে (বিশেষভাবে বলতে গেলে তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারির উদ্দেশ্যে) যে আদেশ দিয়েছিলেন সে সম্বন্ধে সরকার কোনও পদক্ষেপ নিয়েছেন কিনা। সরকারপক্ষের আইনজীবী জানান এখনও অবধি তারা এই বিষয়ে কাউকে কোনও ইন্টিমেশন না দিলেও তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী ১৬ই জুলাই বিকাল ৪টায় রবীন্দ্র সদনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সমস্ত পক্ষের বক্তব্য শুনে তারপর কোর্টের কাছে এই সমস্যা নিরসনের পদ্ধতি জানিয়ে কোর্টকে একটি সামগ্রিক রিপোর্ট পেশ করবেন। বিপক্ষের আইনজীবী অর্ডারের ‘Resolving the dispute’ অংশটি সম্বন্ধে আপত্তি জানালেও, আদালত তা গ্রাহ্য করেনি। আশা রাখি সরকার গত ২০২৪-এর জুলাইয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এতদিনে তা পালন করার মত একটা জায়গায় আমরা অন্তত এই গত এক বছরে আদালতের সাহায্যে পৌঁছতে পারলাম। সেই কারণে আমরা সবাই আদালতের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২৩শে জুলাই। আশা রাখি সেই সময় আদালত অবমাননার যে ক’টা পিটিশন আমরা দাখিল করেছি তার একটা সামগ্রিক শুনানি আমরা দেখতে পাবো। ধৈর্য ও সাহস থাকলে চূড়ান্ত অসম সংঘাতেও যে অনেক দূর অবধি যাওয়া যায়, আশা করি এই প্রত্যয়টি আমাদের সবার আরো দৃঢ় হয়েছে।” ১৬ জুলাই কী হয় এবং রবীন্দ্র সদনে কে-কে উপস্থিত থাকেন, এখন সেদিকে নজর সব পক্ষের।
শীতের টাটকা ধনেপাতা দিয়ে বানান টেস্টি চাটনি, সময় লাগবে মাত্র ২ মিনিট
৫ মিনিটে বানান সুস্বাদু পালং শাকের ক্রিস্পি পকোড়া, রইল রেসিপি
ছাব্বিশে বদলে যাবে বিশ্ব! বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী ফেলল আলোড়ন
শীত মানেই কেক-পেস্ট্রির সময়, বাড়িতে সহজে বানান অরেঞ্জ পেস্ট্রি
ফ্যাট টু ফিট! তিল-গুড়ের লাড্ডু কেন শীতকালের সুপারফুড?
ফের হাসপাতালে পলাশ, কেমন আছেন স্মৃতির হবু বর?
