জ্বর মানেই এখন নানা পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়। আর সেই পরীক্ষায় কিছু ধরা না পড়লে ধরে নিতে হবে যে ভাইরাল ফিভার হয়েছে। যে কোনও ভাইরাল জ্বরেই খাবার খুব জরুরি। আর তাই আগেকার সব মিথ উড়িয়ে দিয়ে রোজ ভাত খান নিয়ম করে। ভাত সহজপাচ্য। ভাতের মধ্যে জলের ভাগ বেশি। ফলে শরীর হাইড্রেটেড থাকে। সেই সঙ্গে পেটও ভর্তি থাকে।