দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করলে কবজি অসাড় হয়ে যায়? অবহেলা করলে হার্ট অ্যাটাক হতে পারে!

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Aug 20, 2021 | 8:13 AM

রিউমাটয়েড আর্থ্রাইটিসের কিছু সাধারণ ও গুরুত্বপূর্ণ উপসর্গ রয়েছে, যা উপেক্ষা করা একেবারেই উচিত হবে না।

দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করলে কবজি অসাড় হয়ে যায়? অবহেলা করলে হার্ট অ্যাটাক হতে পারে!
প্রতীকী ছবি

Follow Us

রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই অটোইমিউন অসুখকে ঘিরে অনেকেই সচেতন নয়। সময়মতো চিকিত্‍সা না করলে এই রোগ মারাত্মক আকার ধারণ করতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিস বা RA, এটি এমন একটি রোগ, যেটি জ্বালাভাব ও ব্যাথার দ্বারা একটি মিশ্র অনুভূতি। এই রোগ মোকাবিলায় যেটি সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হল, প্রত্যেকর মধ্যে একই রকম অনুভূতি বা ব্যাথা হয় না। কারোর ক্ষেত্রে অসহ্যকর হলেও অনেকের ক্ষেত্রে তা মৃদু হতে পারে। তবে এই রোগকে প্রশয় দিয়ে নিরবে ঘাতকরূপী হতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের কিছু সাধারণ ও গুরুত্বপূর্ণ উপসর্গ রয়েছে, যা উপেক্ষা করা একেবারেই উচিত হবে না।

হাত অসাড় হয়ে যাওয়া, কব্জিতে ব্যাথা

হাতের কব্জিতে ব্যাথা ও আঙুল-হাত অসাড় হয়ে যাওয়া এই রোগের সাধারণ একটি লক্ষণ। এই লক্ষণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়. যাঁরা দিনের বেশিরভাগ সময় কম্পিউটারে কাজ করেন। যথাসময়ে রোগীকে চিকিত্‍সা না দিলে ব্যথা ক্রমাগত বাড়তে থাকবে ও কবজি থেকে ,সেই ব্যাথা সারা হাতে ছড়িয়ে পড়তে পারে।

বুকে ব্যাথা

এই অটোইমিউন রোগকে পাত্তা না দিলে বুকে ব্যাথা হতে শুরু করতে পারে। হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্য়ারেস্টের সম্ভাবনা প্রবল হয়। রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগলে দীর্ঘস্থায়ী বুকের ব্যাথা অনুভব করা স্বাভাবিক। হার্টের সমস্ত কার্যকলাপ ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। দীর্ঘদিন ধরে বুকে ব্যথা অনুভব করলে আপনার ঘাড়, বাহু ও পিঠেও ব্যাথা ছড়িয়ে পড়তে পারে। এমনটা হলে দ্রুত ডাক্তারের সঙ্গে পরামর্শ নিন।

চোখে ব্যাথা

কেউই প্রথম দিকে এই রোগকে নিয়ে তেমন ভেবে দেখেন না। রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণে চোখে প্রবল যন্ত্রণা শুরু হতে পারে। চোখের ব্যাথা বা ক্লেরাইটিস বাত রোগের এই লক্ষণ অত্যন্ত পরিচিত। তবে এর জটিসতাও কম নয়। সময়মতো না চিকিত্‍সা করালে রোগীর কাছে তা অসহ্য়কর হয়ে যেতে পারে।

শ্বাস-প্রশ্বাসে কষ্ট

শ্বাস নিতে গেলে কষ্ট হয়? শ্বাসযন্ত্রের অসুবিধা হলে যে কোনও ব্যক্তির কাছে তা কঠিন হয়ে যেতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছেন যাঁরা. তাঁদের ফুসফুসের জটিলতা তৈরি হতে পারে। যার মধ্যে পালমোারি ফাইব্রোসিস অন্যতম। এটি ইমিউন টিস্যুগুলিকে ক্ষতিগ্রস্ত করে দেয়। এই সমস্যা দেখা দিলে চরম ক্লান্তি, অস্বাভাবিকভাবে রোগ হয়ে যাওয়া বা ওজন হ্রাস পাওয়া, পেশীতে ব্যথা হয়।

আরও পড়ুন: পিরিয়ড সম্পর্কিত এই ভ্রান্ত ধারণাগুলি এখনও মেনে চলেন অনেকেই, যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত

Next Article