২০২০ থেকে ২০২২ সাল, ৮ থেকে ৮০ জীবনের এই দুই বছর ভুলতে পারবেন না সারা বিশ্বের কেউই। কোভিড এই নাম শুনলেই এখনও চোখে মুখে আতঙ্ক দেখা যায় অনেকেরই। তবে আপনি কি জানেন কোভিডের থেকেও ভয়ঙ্কর হতে পারে ডেঙ্গি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
এখন বর্ষাকাল, চারিদিকে বেড়েছে ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রকোপ। শহর থেকে গ্রাম এডিস মশার কামড় একবার খেলেই হল। জ্বর, সর্দি, কাশি, বমি সহ আরও নানা সমস্যা।
আবার কোভিডের সময় অনেকেই হারিয়েছেন নিজের স্বজনকে। কেবল তৎক্ষণাৎ অসুস্থতা নয়, কোভিড মুক্ত হয়েও সারা জীবনের জন্য নানা রোগ সঙ্গী হয়েছে অনেকেরই। এর ফলে হজমে সমস্যা থেকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া আরও নানা সমস্যা দেখা যায় শরীরে।
তবে গবেষণা কিন্তু বলছে অন্য কথা। এনটিইউ সিঙ্গাপুরের করা একটি গবেষণা বলছে কোভিডের থেকেও বেশি ঝুঁকিপূর্ণ হল ডেঙ্গি। গবেষণায় দেখা গিয়েছে যাঁরা ডেঙ্গি রোগে আক্রান্ত হয়েছিলেন তাঁরা সেরে উঠলেও, আরও নানা রোগের ঝুঁকি বেড়েছে।
গবেষকরা জানিয়েছেন ডেঙ্গি থেকে সেরে উঠলেও হার্টের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় ৫৫ শতাংশ। অনিয়মিত হার্টবিট, হার্টের রোগ, রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো সমস্যা হওয়ার আশঙ্কা কোভিড রোগীদের থেকে ডেঙ্গি রোগীদের অনকে বেশি।
২০২১ -২০২২ সালে এই বিষয়ে ১১,৭০৭ ডেঙ্গি আক্রান্ত এবং ১,২৪৮,৩২৬ জন কোভিড আক্রান্ত রোগীদের নিয়ে একটি সমীক্ষা করা হয়। যেখানে দেখা যায় রোগ থেকেও সেরে উঠলেও তার ৩১ থেকে ৩০০ দিনের মধ্যে নতুন করে হার্ট, স্নায়ুর মতো রোগে আক্রান্ত হয়েছেন অনেকেই। কমেছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও।
এনটিইউ লি কং শিয়ান স্কুল অফ মেডিসিন, সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রক, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল, ন্যাশানাল সেন্টার ফর ইনফেকশন অ্যাণ্ড ডিসিস এবং ন্যাশানাল এনভারামেন্ট এজেন্সির যৌথ উদ্যোগে এই গবেষণা করা হয়।
অন্যতম মূল গবেষক লিম জ্যু তাও এই বিষয়ে বলেন, “ডেঙ্গি রোগের ক্রমাগত বিস্তারের কারণে আমরা এই গবেষণা করার সিদ্ধান্ত নিই। আমরা কোভিড ১৯-এ আক্রান্ত এবং ডেঙ্গিতে আক্রান্ত দুই ধরনের রোগীদের নিয়েই সমীক্ষা করেছি। ডেঙ্গিতে আক্রান্ত রোগীদের সেরে ওঠার পরে হার্ট এবং অনান্য রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি।”