Blood Pressure: প্রেসারের ওষুধ কি সারাজীবন খেতে হয়? কী বলছেন চিকিৎসক শ্যামাশীষ বন্দ্যোপাধ্যায়?
Blood Pressure: প্রায় ঘরে ঘরে এক থেকে দু'জন করে এই রোগের রোগী রয়েছেন। অনেকেই মনে করেন একবার প্রেসারের ওষুধ খাওয়া শুরু হলে তা সারাজীবন খেতে হবে।

প্রতিদিন যে সব রোগে মানুষ সবচেয়ে বেশি ভোগেন তার মধ্যে একটি হল রক্তচাপের ভারসাম্যহীনতা। কেউ ভোগেন উচ্চ রক্ত চাপে। কারও আবার যখন তখন নেমে যায় রক্ত চাপ।প্রায় ঘরে ঘরে এক থেকে দু’জন করে এই রোগের রোগী রয়েছেন। অনেকেই মনে করেন একবার প্রেসারের ওষুধ খাওয়া শুরু হলে তা সারাজীবন খেতে হবে। এই ভয়ে অসুবিধা হলেও প্রেসারের ওষুধ খেতে চান না অনেকে। ফলে পড়তে হয় বড় বিপদে। কিন্তু বিষয়টা কি সত্যি? প্রেসারের ওষুধ কি বন্ধ করা যায় না? কী বলছেন প্রখ্যাত চিকিৎসক শ্যামাশীষ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় প্রেসারের সঙ্গে শরীরের ওজন, লিপিড, ধূমপান, সুগারের সংযোগ রয়েছে। যদি কেউ উচ্চ রক্তচাপের রোগী হন। কঠোর পরিশ্রম করে ওজন কমিয়ে ফেলতে পারেন, রোগা হয়ে যান তাহলে প্রেসারের ওষুধ বন্ধ করতেও হতে পারে।
সমস্যা অন্য জায়গায়। তিনি বলছেন প্রেসার কম থাকলে ওষুধ বন্ধ করে দিলেন। এদিকে বাকি কাজ বা ব্যয়াম বন্ধ করে দিলেন। সেক্ষেত্রে কিন্তু আবার প্রেসার বাড়বে।তেল মশলা, ভাজাভুজি জাতীয় খাবার দাবার খাওয়া, নেশা এবং লোভে পড়ে ক্রমাগত সিগারেট খেয়ে চলা, নিয়মিত মদ্যপান করার মতো খারাপ অভ্যাস দায়ী উচ্চ রক্তচাপের জন্য। বিশেষ করে একটু সুস্থ হয়ে উঠলেই মানুষ ফের নিজের পুরনো জীবন যাত্রায় ফিরে যান। অনিয়মিত জীবন যাপন কাল হয়ে ওঠে। ওই অনিয়মিত জীবনকে ব্যালান্স করার জন্য সারাজীবন ওষুধ খেতে হয়। কে কী ভাবে নিজেকে ভাল রাখবেন, সেটা সম্পূর্ণ নিজের হাতে। তবে শ্যামাশীষবাবুর মতে ‘নিজেকে ভাল রাখাটাই শেষ কথা।’





