AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hair Care and Liver Health: লিভারে সমস্যা দেখা দিলে চুলে কী কী ক্ষতি হয় জানেন?

Hair Care and Liver Health: লিভার যদি ঠিকমতো কাজ না করে, তাহলে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে এর প্রভাব পড়ে, যার মধ্যে অন্যতম হলো চুল। লিভারের সমস্যা হলে চুলে কী কী প্রভাব পড়ে জানেন?

Hair Care and Liver Health: লিভারে সমস্যা দেখা দিলে চুলে কী কী ক্ষতি হয় জানেন?
Follow Us:
| Edited By: | Updated on: May 11, 2025 | 6:39 PM

লিভার আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা বিপাকক্রিয়া, টক্সিন নিষ্কাশন, হরমোন নিয়ন্ত্রণ ও পুষ্টি শোষণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লিভার যদি ঠিকমতো কাজ না করে, তাহলে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে এর প্রভাব পড়ে, যার মধ্যে অন্যতম হলো চুল। লিভারের সমস্যা হলে চুলে কী কী প্রভাব পড়ে জানেন?

১. পুষ্টির অভাব ঘটে – লিভার খাবার থেকে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল শোষণ করতে সাহায্য করে, বিশেষ করে আয়রন, ভিটামিন বি কমপ্লেক্স, এবং ভিটামিন ডি। লিভার খারাপ হলে এসব পুষ্টি শোষণে সমস্যা হয়, ফলে চুল দুর্বল হয়ে পড়ে, ঝরে যেতে থাকে এবং নতুন চুল গজানো বন্ধ হয়ে যায়।

২. হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয় – লিভার আমাদের শরীরের হরমোন ভাঙতে সাহায্য করে। লিভারের কার্যকারিতা নষ্ট হলে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয়, বিশেষ করে টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেনের মাত্রা। এর ফলে চুল পাতলা হয়ে যায় এবং মাথার চুল দ্রুত পড়ে যেতে থাকে।

৩. টক্সিন জমে যায় শরীরে – লিভার শরীর থেকে ক্ষতিকর টক্সিন বা বিষাক্ত উপাদান নিষ্কাশন করে। লিভার খারাপ হলে এই টক্সিন জমে গিয়ে রক্তদূষণ সৃষ্টি করে, যার সরাসরি প্রভাব পড়ে ত্বক ও চুলে। চুল রুক্ষ, নিস্তেজ হয়ে যায় এবং মাথার ত্বকে নানা সমস্যা দেখা দেয়।

৪. চুলে অক্সিজেন সরবরাহ কমে – লিভার খারাপ হলে রক্ত তৈরির কার্যক্রমও ব্যাহত হয়। রক্তে অক্সিজেন পরিবহন কমে গেলে চুলের গোড়ায় যথেষ্ট পুষ্টি ও অক্সিজেন পৌঁছায় না। এতে চুল দুর্বল হয়ে পড়ে ও ছিঁড়ে যায়।

৫. জন্ডিস ও চুল ঝরার সম্পর্ক লিভার সিরোসিস বা হেপাটাইটিসের মতো রোগ হলে জন্ডিস হয়, যার ফলে ত্বক ও চোখ হলুদ হয়ে যায়। এই অবস্থায় শরীরে প্রচণ্ড দুর্বলতা ও প্রোটিনের ঘাটতি হয়, যা চুল পড়ার অন্যতম কারণ।