Cough Syrup: কাশির সিরাপ খেয়েই জল খাওয়া কি ভাল না খারাপ?

Sep 02, 2024 | 6:47 PM

Cough Syrup: সিরাপ খাওয়ার পরে সঙ্গে সঙ্গে জল খেলে ঠান্ডা লেগে যায়। তাই সঙ্গে সঙ্গে জল খেতে বারণ করা হয়। তবে কেন এই নিয়ম সেটা জানা আছে কি? আদৌ কি এই নিয়ম মানার কোনও প্রয়োজনীয়তা আছে?

Cough Syrup: কাশির সিরাপ খেয়েই জল খাওয়া কি ভাল না খারাপ?

Follow Us

বর্ষাকাল মানে ঋতু পরিবর্তনের সময়, এই সময় হালকা ঠান্ডা লাগা, খুক খুক কাশি, সর্দি লেগেই আছে। আর কাশি হলে তাকে সারাতে কাশির সিরাপ তো খেতেই হবে। আর কাশির সিরাপ খেলেই তার পর অন্তত ২০ মিনিট কোনও জল খাওয়া যাবে না। ছোটবেলা থেকেই এই কথা শুনে আসছি আমরা। এদিকে কাশির সিরাপ খেলেই খালি জল খেতে ইচ্ছে করে। কিন্তু কাশির সিরাপ খাওয়ার পরে সঙ্গে সঙ্গে জল খেলে ঠান্ডা লেগে যায়। তাই সঙ্গে সঙ্গে জল খেতে বারণ করা হয়। তবে কেন এই নিয়ম সেটা জানা আছে কি? আদৌ কি এই নিয়ম মানার কোনও প্রয়োজনীয়তা আছে?

বিশেষজ্ঞদের মতে কাশির সিরাপের মধ্যে থাকা রাসায়নিক যৌগ পেটের মধ্যে যাওয়ার পরে কাজ শুরু করে। তার ফলে আমাদের কাশি কমে। তবে স্থানীয়ভাবে সেই ওষুধ গলাতেও কাজ করে। আসলে গলায় যেখানে কফ জমে থাকে সেখান থেকে ওষুধ নীচে যাওয়ার সময়ে ওষুধের খানিকটা সেখানেই লেগে রয়ে যায়। যা প্রাথমিক ভাবে ওই গলায় কাজ শুরু করে। তাই কাফ সিরাপ খাওয়ার পরে ২০ থেকে ৩০ মিনিট জল খেতে বারণ করেন অনেকেই।

কিন্তু অনেকের মতে আবার ওষুধ কেবল পেটে পৌঁছনোর পরেই কাজ শুরু করে। কোনও ভাবেই ওষুধ গলায় কোনও কাজ করে না। এই দাবি ভিত্তিহীন। তাই কাশির সিরাপ খাওয়ার পরে জল খাওয়াই যায়। এতে কোনও ক্ষতি নেই।

Next Article