সব ভ্যারিয়েন্ট ভয়ঙ্কর না হলেও করোনা যে দিনে দিনে চরিত্র বদলাবে, সে ব্যাপারে বারবার সতর্ক করেছেন গবেষকরা। আর এবার ওমিক্রন আতঙ্কে যখন গোটা বিশ্ব জেরবার। তারই মধ্যে সামনে এল করোনা আরও এক নতুন ভ্যারিয়েন্ট। সাইপ্রাসের এক ভাইরোলজিস্ট দাবি করেছেন, নতুন ওই স্ট্রেনে ডেল্টা ও ওমিক্রন উভয় ভ্যারিয়েন্টের বৈশিষ্ট্যই বর্তমান। তাই তিনি এই ভ্যারিয়েন্টের নামকরণ করেছেন ডেল্টাক্রন।
ইউনিভার্সিটি অব সাইপ্রাসের, বায়োটেকনোলজি ও মলিকুলার ভাইরোলজির ল্যাবরেটরি বিভাগের প্রধান লিওনদিওস কোস্ত্রিকিস নতুন এই নতুন স্ট্রেনের কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই বেশ কয়েকজনের নমুনায় সেই স্ট্রেন পাওয়া গিয়েছে। তাঁর দাবি, নতুন স্ট্রেনে একইসঙ্গে রয়েছে ডেল্টা ও ওমিক্রনের বৈশিষ্ট্য।
লিওনদিওস কোস্ত্রিকিস নামে ইউনিভার্সিটি অফ সাইপ্রাসের অধ্যাপক এবং চিকিৎক এই নতুন সংক্রমণটির বিষয়ে আলোকপাত করেছেন। বলেছেন, এর মধ্যে ওমিক্রন এবং ডেল্টা— দু’টি রূপেরই কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে। ডেল্টাক্রন কতটা ভয়ঙ্কর বা আদৌ এই নিয়ে উদ্বেগের কোনও কারণ আছে কি না, তা এখনও স্পষ্ট নয়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী…
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজলকৃষ্ণ বণিক জানিয়েছেন, এমন অনেক তথ্য সামনে আসতে পারে। তার মধ্যে সবটা সত্যি বা শুদ্ধ নাও হতে পারে। তিনি উল্লেখ করেন, সম্প্রতি ফ্লোরোনা নামক ভাইরাসের কথাও সামনে এসেছিল। কিন্তু, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাকে মান্য়তা দেয়নি। তাই ডেল্টাক্রন নিয়ে আলাদাভাবে উদ্বেগের কার আছে বলে মনে করছেন না তিনি।
আরও পড়ুন: Omicron coronavirus Symptoms: সামান্য জ্বর এবং নাক দিয়ে জল পড়াই ওমিক্রন সংক্রমণের মুখ্য উপসর্গ!