TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Feb 14, 2023 | 11:25 AM
যে কোনও সমস্যার প্রাথমিক উপসর্গ হল মাথাব্যথা। রোদে ঘুরলে মাথা ব্যথা হয়, জল কম খেলে মাথা ব্যথা হয় আবার অতিরিক্ত চিন্তা করলেও মাথা ব্যথা হয়। এছাড়াও খাবার ঠিকভাবে হজম না হলে সেখান থেকেও সমস্যা হতে পারে।
সারাদিন যদি মাথা ভার হয়ে থাকে তাহলে অন্য কোনও কাজই করা যায় না। বলা ভাল অন্য কোনও কাজে মন বসে না। ল্যাপটপ, কম্পিউটার বা আলোর দিকে তাকানোও যায় না।
অনেকে ভাবেন জল কম খেলে বা কোনও খাবার খেয়ে সমস্যা হলে সেখান থেকেই মাথা ধরে থাকে। যে কারণে মাথা ধরলেই গ্যাসের ওষুধ খাওয়া অনেকের অভ্যাস। তবে মাথা ব্যথা মানেই যে পেটে গ্যাস জমেছে এমন একেবারেই নয়।
পেটের গ্যাস কোনও ভাবেই মাথায় পৌঁছতে পারে না। তাই গ্যাস থেকে মাথা ব্যথা হওয়ার কোনও সম্ভাবনা থাকে না। অহেতুক লোকেরা মাথা ব্যথা, গ্যাসের ওষুধ খান। এক্ষেত্রে আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়াটাই ভাল।
চোখের সমস্যা হতে পারে মাথা ব্যথা থেকে। চোখে পাওয়ার বাড়লে কিংবা মাইগ্রেনের সমস্যার অন্যতম লক্ষণ হল এই মাথা ব্যথা। যে কারণে ফেলে না রেখে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। সাইনাস থেকেও হতে পারে মাথা ব্যথা।
মাথায় কোনও টিউমার হলে সেখান থেকেও মাথা ব্যথা হতে পারে। সেই সঙ্গে বমি হওয়ার একটা প্রবণতা থাকেই। মস্তিষ্কে ছোটখাটো কোনও স্ট্রোক হলে সেখান থেকেও ব্যথা হতে পারে। আর তাই প্রথম থেকেই সাবধানে থাকুন। সেই সঙ্গে নিজের ইচ্ছেমত কোনও ওষুধ খাবেন না। মাথার কোথায় ব্যথা, কেন ব্যথা হচ্ছে সেব দেখে সিটি স্ক্যানেরও পরামর্শ দেওয়া হয়। তাই মাথা ব্যথা হলেই নিজের থেকে গ্যাসের কোনও ওষুধ খাবেন না।