বাচ্চাদেরও কি ‘ডবল মাস্ক’ পরাতে হবে? মাস্ক পরানোর নতুন নিয়মগুলি জেনে নিন…

aryama das |

May 22, 2021 | 2:47 PM

কোভিডের দ্বিতীয় ঢেউ ছোটদেরও আক্রমণ করছে। ফলে শুধু বড়দের নয়, মাস্ক পরাতে হবে ছোটদেরও। বিশেষ করে ভারতে এখনও নাবালকদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়নি। তারা রয়ে যাচ্ছে বিপদের আওতায়!

বাচ্চাদেরও কি ডবল মাস্ক পরাতে হবে? মাস্ক পরানোর নতুন নিয়মগুলি জেনে নিন...
ছবিটি প্রতীকী

Follow Us

কোনও কোনও বিশেষজ্ঞ তো এও বলছেন যে, কোভিডের তৃতীয় ঢেউ বিস্তার লাভ করতে পারে ছোটদের সংক্রমণের মাধ্যমে। সুতরাং, এই মুহূর্তে বাড়ির খুদেটিকে মাস্ক পরার সঠিক পদ্ধতিটি না দেখিয়ে দিলে সমস্যা তৈরি হতে পারে। মুশকিল হল, বহু মানুষ এখনও সন্তানকে মাস্ক পরানোর সঠিক পদ্ধতিটি জানেন না। এমনকী কোন বয়সে কেমন মাস্ক পরাবেন, ডবল মাস্ক (Double Mask) কি ছোটদের পরানো যাবে কি না— এইসব তথ্য জানাও খুব জরুরি।

আরও পড়ুন: আসছে তৃতীয় ঢেউ, করোনা পজিটিভ হলে আপনার শিশুর খেয়াল রাখবেন কীভাবে?

যে যে নিয়মগুলি মাথায় রাখবেন, জেনে নিন একঝলকে…

  • চিকিৎসকরা জানাচ্ছেন ২ বছর বয়সের নীচে থাকা বাচ্চাকে মাস্ক পরানোর দরকার নেই। ওদের ফুসফুসে বাতাস ঢোকার পথ ছোট। ফলে মাস্ক পরালে শ্বাসকষ্ট হওয়ার ভয় থেকেই যায়।
  •  মাস্ক যেন নাক আর মুখ সম্পূর্ণভাবে ঢেকে থাকে।
  • বাড়িতে কোভিড রোগী থাকলে তাকে যেমন এন ৯৫ মাস্ক (N95 Mask) পরাতে হবে তেমনিই রোগীর ঘরে বাচ্চাকে কোনওমতেই ঢুকতে দেওয়া যাবে না। বাচ্চাকে বারবার হাত ধোওয়ানোর ব্যবস্থা করা দরকার।
  •  কোনও কারণে বাচ্চাকে বাড়ি থেকে বের করার দরকার হলে তাকে কাপড়ের মাস্ক পরাতে হবে। অন্যান্য মানুষের সঙ্গে দূরত্ব বজায় রাখতে হবে।

আরও পড়ুন:  বাড়ির বড়দের সুস্থ রাখতে গিয়ে বাদ পড়ছে শিশুরা! কোভিড টেস্টে ‘না’ বহু অভিভাবকদের

  •  শুধু মাস্ক পরানো নয়, ওদের হাত ধোওয়ার পদ্ধতি ও ছোটদের উপযোগী স্যানিটাইজারের ব্যবহার শেখাতে হবে। বাচ্চারা বড়দের নকল করে। তাই ওদের শেখানো খুব একটা কঠিন নয়।
  •  গাড়িতে বা বিমানে চেপে কোথাও যেতে হলে অতি অবশ্যই বাচ্চাকে মাস্ক পরাতে হবে।
  •  বাড়িতে একাধিক বাচ্চা থাকলে, প্রত্যেক বাচ্চার জন্য আলাদা আলাদা মাস্কের ব্যবস্থা করতে হবে।
  •  বাচ্চার জন্য একাধিক মাস্ক বাড়িতে মজুত রাখতে হবে। কারণ বাচ্চারা মাস্ক খুলে ফেলে। মাটিতে ফেলে দেয়। সেক্ষেত্রে প্রতিবারই নতুন মাস্ক পরাতে হবে।
  •  শিশুকে ডবল মাস্ক পরানো উচিত নয়। তাতে ক্ষতি বই ভাল হবে না।
Next Article