Diabetes Symptoms: হাতের এই লক্ষণগুলিই কিন্তু বলে দেবে সুগার বেড়েছে কিনা, সতর্ক হন এখনই!

Diabetes Symptoms on Hand: অধিকাংশ ডায়াবেটিস রোগীদের কনুই আর বগলে এই কালো ছোপ দেখা যায়। ত্বকের রং প্রথমে বেগুনি থাকে। সেখান থেকে তা কালচে আকার ধারণ করে

Diabetes Symptoms: হাতের এই লক্ষণগুলিই কিন্তু বলে দেবে সুগার বেড়েছে কিনা, সতর্ক হন এখনই!
ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2022 | 3:34 PM

ডায়াবেটিসের সমস্যা এখন গরে ঘরে। বিশ্বজুড়ে নিঃশব্দ ঘাতকের মত ক্রমশই থাবা বসাচ্ছে ডায়াবেটিস। ছোট থেকে বড় সকলেই আক্রান্ত হচ্ছেন। বছরে অন্তত একবার সকলেরই সুগারের পরীক্ষা করানো উচিত। ক্লান্তি, বার বার প্রস্রাবে যাওয়া এসব হল ডায়াবেটিসের প্রধান কারণ। শরীরে রক্ত শর্করার পরিমাম বাড়লে একাধিক সমস্যা আসে। এছাড়াও হাত আর চামড়ায় এই সব লক্ষণ দেখেও বুঝতে পারবেন যে রক্ত শর্করা বিপদ সীমায়। শরীরে রক্ত শর্করার পরিমাণ বাড়তে থাকলে হাতের ত্বকের রং বদলাতে শুরু করে। কিছু জনের হাত ফুলেও যায়। আর এই সব লক্ষণ দেখে অবশ্যই সতর্ক হবেন।

ডায়াবেটিস বাড়ার সঙ্গে সঙ্গে হাতে হলুদ, লাল বা বাদামী দাগ হতে পারে। আর এই ডাগগুলি প্রথমে লাল দানার মত হয়। অনেকের ক্ষেত্রে ফোস্কা পড়ে যাওয়া বা ফোঁড়ার মতও সমস্যা হয়। সময়ের সঙ্গে এই ছোট লাল দানা আকারে বড় হয় এবং শক্ত হয়ে যায়। ফলে ত্বকে কালো ছোপ পড়ে যায়। একে বলা হয় নেক্রোবায়োসিস লিপয়েডিকা।

অধিকাংশ ডায়াবেটিস রোগীদের কনুই আর বগলে এই কালো ছোপ দেখা যায়। ত্বকের রং প্রথমে বেগুনি থাকে। সেখান থেকে তা কালচে আকার ধারণ করে। ত্বকের রঙের এই পরিবর্তনের অর্থই হল শরীরে ইনসুলিনের পরিমাণ বাড়ছে। এটিকে প্রি-ডায়াবেটিক অবস্থাও বলা হয়। যা অ্যাকান্থোসিস নিগ্রিকানস নামেও পরিচিত।

হাতের চারপাশে আঙুলের ত্বক যদি মোটা হয়ে যায়, যদি বেশি পুরু আর শক্ত হয়ে যায় তাহলে তাও হতে পারে ডায়াবেটিসের লক্ষণ। যা ডিজিটাল স্ক্লেরোসিস নামে পরিচিত। হাতের তালুর পিছনে এই ত্বক শক্ত হয়ে গেলে আঙুল বাঁকানো তখন কঠিন হয়ে পড়ে।

ডায়াবেটিসের কারণে হাতে ফোসকাও পড়তে পারে। তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই ফোসকা বড় মাপের হয়। ত্বকে একাধিক ফোসকা পড়তে পারে।

ত্বকে যদি একাধিকবার ইনফেকশন হয় তাহলেও কিন্তু সাবধান। সংক্রমণ হলেই ত্বকে জ্বালাপোড়া ভাব, ফোলাভাব, ব্যথা এসব লেগেই থাকে। একাধিক ব্রণ বাফোঁড়ার মত সমস্যা সঙ্গে চুলকানিও হতে পারে। এছাড়াও হাতে ডায়াবেটিসের যে সব লক্ষণ দেখা যায়-

ক্ষত নিরাময় না হওয়া হাতে কালো দাগ ছোট হলুদ ফুসকুড়ি হাতে লাল ফোস্কা ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়া চোখের পাতার চারপাশে হলুদ ছোপ ত্বকে অত্যধিক ফোঁড়ার সমস্যা