বাচ্চা থেকে বড়, সকলেই আঙুর (Grapes) খেতে ভালবাসেন। সবচেয়ে জনপ্রিয় ও সুস্বাদু ফলের মধ্যে আঙুর অন্যতম। এর রয়েছে হাজারো স্বাস্থ্য উপকারিতা (Health Benefits)। এছাড়া কালো আঙুর (Black Grapes) খাওয়ার কিছু সুবিধা রয়েছে। যা সবুজ আঙুর খাওয়ার থেকে আলাদা উপকারিতা রয়েছে। কালো আঙুরের প্রচুর পরিমাণে পুষ্টি (nutrients) থাকে। ত্বক ও চুলের জন্য দুরন্ত উপাদান। শরীর সুস্থ রাখতে ও ফিটনেসের জন্য এই ফল খাওয়া আবশ্যিক। ত্বক ও চুলের জন্য কালো আঙুর কতটা উপকার, তার কিছু গুণাবলী এখানে দেওয়া রইল, দেখে নিন একনজরে…
উজ্জ্বল ত্বক
কালো আঙুরে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট। রেসভেরাট্রোল উপস্থিতির কারণে কালো রঙের হয়ে থাকে। এই রেসভেরাট্রোলের উপস্থিতি যত বেশি থাকবে, তত বেশি আঙুরের রঙ গাঢ় হবে। অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের কোষকে ক্ষতি থেকে রক্ষা করে। এতে রয়েছে অ্যান্টিএজিং বৈশিষ্ট্য। ত্বকের লাবণ্য বজায়রাখতে ও সুস্থ রাখতে দারুণ সাহায্য করে। কালো আঙুরে ভিটামিন সি। যা ত্বককে উজ্জ্বল করে তুলতে ও ব্রণের প্রবণতা থেকে দূরে রাখতে সহায়তা করে।
লম্বা ও ঘন চুল
কালো আঙুরে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যার ফলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন আরও উন্নত করে। চুলকে শক্তিশালী করার পাশাপাশি স্বাস্থ্যকর বৃদ্ধিতে সহায়তা করে। উন্নত রক্ত প্রবাহ খুশকি, চুল পড়া এবং ধূসর চুল নিয়ন্ত্রণ করে
কালো আঙুর ডায়াবেটিস রোগীদের জন্যও উপকারী। পরিমিত পরিমাণে ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী কালো আঙুর খাওয়া যেতেই পারে। রেসভেরাট্রল ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে এবং রক্তে শর্করার মাত্রা কমাতে পারে।
তবে সবক্ষেত্রেই কালো আঙুরের গুণ খাটে না। গর্ভাবস্থায় কালো আঙুর খাওয়া এড়িয়ে চলুন। গর্ভাবস্থায় কালো আঙুর খেলে উচ্চ রক্তচাপ বাড়তে পারে। এর ফলে অ্যালার্জি বা পেটের আলসারও হতে পারে। যাইহোক, গর্ভাবস্থায় কালো আঙ্গুর খাওয়ার অনেক সুবিধাও রয়েছে যেমন উন্নত রক্ত প্রবাহ, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি এবং একটি শক্তিশালী ইমিউন সিস্টেম।
আরও পড়ুন: Cancer In india: তিন বছরে দেশে ক্যানসারে আক্রান্ত হয়েছেন ৪০ লক্ষেরও বেশি! তথ্য প্রকাশ কেন্দ্রের