Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cancer In india: তিন বছরে দেশে ক্যানসারে আক্রান্ত হয়েছেন ৪০ লক্ষেরও বেশি! তথ্য প্রকাশ কেন্দ্রের

২০১৯ সালে ১৩,৫৪,৪১৫ জন, ২০১৮ সালে ১৩,২৫,২৩২ জন আক্রান্ত হয়েছিলেন। ২০২০ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে ৭.৭০,২৩০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। ২০১৯ সালে ৭,৫১,৫১৭ জন ও ২০১৮ সালে ৭,৩৩,১৩৯ জনের মৃত্যু হয়েছে।

Cancer In india: তিন বছরে দেশে ক্যানসারে আক্রান্ত হয়েছেন ৪০ লক্ষেরও বেশি! তথ্য প্রকাশ কেন্দ্রের
Follow Us:
| Edited By: | Updated on: Feb 12, 2022 | 1:31 PM

২০১৮ সাল থেকে ২০২০ সালের মধ্যে দেশে প্রায় ৪০ লক্ষের বেশি মানুষ ক্য়ানসারে আক্রান্ত হয়েছেন। কর্কট রোগের শিকার হয়ে মারা গিয়েছেন ২২.৫৪ লক্ষ রোগী। এমনটাই তথ্য প্রকাশ করেছে কেন্দ্র। লোকসভায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন, ২০২০ সালে ১৩,৯২,১৭৯ জন কর্কট রোগে আক্রান্ত হয়েছিলেন। ২০১৯ সালে ১৩,৫৪,৪১৫ জন, ২০১৮ সালে ১৩,২৫,২৩২ জন আক্রান্ত হয়েছিলেন। ২০২০ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে ৭.৭০,২৩০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। ২০১৯ সালে ৭,৫১,৫১৭ জন ও ২০১৮ সালে ৭,৩৩,১৩৯ জনের মৃত্যু হয়েছে। এমনটাই লিখিত আকারে তথ্য পেশ করা হয়েছে।

মন্ত্রীর কথায়, ‘ক্যানসার একটি মাল্টিফাংশনাল ডিজিজ। যার ঝুঁকির কারণগুলির মধ্যে রয়েছে বার্ধক্যজনিত জনসংখ্যা, বসে থাকা জীবনযাপন, তামাকজাত দ্রব্যের ব্যবহার, অ্যালকোহল, অস্বাস্থ্যকর খাবার এবং বায়ু দূষণ। তিনি এও জানিয়েছেন, সাধারণ ক্যানসারের স্ক্রিনিং হল আয়ুষ্মান ভারত এবং স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রের (HWC) অধীনে পরিষেবা সরবরাহের একটি অবিচ্ছেদ্য অঙ্গ।’

স্বাস্থ্যমন্ত্রীর কথায়, ক্যানসারের প্রতিরোধমূলক দিকগুলির জন্য কমিউনিটি পর্যায়ে সুস্থতা কার্যকরম ও লক্ষ্যযুক্ত প্রচারের মাধ্যমে তা শক্তিশালী হয়। প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার (পিএমএসএসওয়াই) অধীনে ২২টি নতুন AIIMS এবং অনেক আপগ্রেড করা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনকোলজির বিভিন্ন দিকগুলিতে নজর রাখা হয়েছে। মন্ত্রী আরও জানিয়েছেন, আয়ুষ্মান ভারত এবং প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার (PMJAY) অধীনে ক্যান্সারের চিকিৎসার সুবিধা পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, রাষ্ট্রীয় আরোগ্য নিধি এবং স্বাস্থ্যমন্ত্রীর বিবেচনামূলক অনুদান (HMDG) এর আমব্রেলা প্রকল্পের অধীনে দারিদ্র্য সীমার নিচে থাকা পরিবারের রোগীদের, ক্যানসার-সহ প্রাণঘাতী রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। মন্ত্রী বলেছিলেন যে চিকিত্সার ব্যয়ের একটি অংশ পরিশোধ করতে HMDG-এর অধীনে সর্বাধিক ১.২৫,০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং রাষ্ট্রীয় আরোগ্য নিধির আমব্রেলা প্রকল্পের অধীনে প্রদত্ত সর্বোচ্চ আর্থিক সহায়তা হল ১৫ লাখ টাকা। মান্দাভিয়া বলেছিলেন যে তার এক বছরে এইচএমডিজির অধীনে ২০ লক্ষ টাকার তহবিল রয়েছে তবে তিনি এখনও কোনও অর্থ দেননি।

আরও পড়ুন: Hug Day 2022: প্রিয় মানুষটিকে ছোট্ট হাগ করলেই কমবে স্ট্রেস ও উদ্বেগ! ভাল থাকবে হার্টও