Monkeypox: রেহাই পাচ্ছে না শিশুরাও! ম্যাঙ্কিপক্স থেকে সন্তানকে রক্ষা করবেন কীভাবে?

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jul 24, 2022 | 4:03 PM

Monkeypox in India : ভারতেও ঢুকে পড়েছে ম্যাঙ্কিপক্স। বাচ্চা এবং বয়স্কদের ম্যাঙ্কিপক্স হলে রোগ জটিল আকার ধারণ করতে পারে। তবে নিয়ম মেনে চললে ম্যাঙ্কিপক্সের সংক্রমণ থেকে বাচ্চাকে রক্ষা করা যায়। কী করবেন? জানুন।

Monkeypox: রেহাই পাচ্ছে না শিশুরাও! ম্যাঙ্কিপক্স থেকে সন্তানকে রক্ষা করবেন কীভাবে?

Follow Us

সমগ্র বিশ্বে ম্যাঙ্কিপক্সে (Monkeypox Virus) আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে গিয়েছে। ৭৫টি দেশে ম্যাঙ্কিপক্সে আক্রান্তর সন্ধান মিলিছে। আফ্রিকায় প্রাণহানির সংখ্যা ৫। ভারতের কেরালায় (Kerala) ইতিমধ্যে ম্যাঙ্কিপক্সে আক্রান্তর সংখ্যা ৩। এদিন দিল্লিতেও ধরা পড়েছে এক ব্যক্তি। এবার প্রাপ্তবয়স্কদের ছাড়াও শিশুরাও আক্রান্ত হচ্ছে। আমেরিকায় শিশুদের শরীরেও পাওয়া গিয়েছে মাঙ্কিপক্সের মত উপসর্গ। বিশ্বস্বাস্থ্য সংস্থার (WHO) পক্ষে ম্যঙ্কিপক্সকে ‘গ্লোবাল এমার্জেন্সি’ (Global Emergency) বা ‘বৈশ্বিক আপৎকালীন পরিস্থিতি’ হিসেবে ঘোষণা করা হয়েছে। ম্যাঙ্কিপক্সের প্রাথমিক লক্ষণ (Symptoms of Monkeypox) হিসেবে থাকে জ্বর, মাথাব্যথা, পেশিতে ব্যথা, পিঠে ব্যথা, শীত শীত বোধ হওয়া ইত্যাদি। এরপর ধীরে ধীরে মুখে, হাতের তালুতে, পায়ের তালুতে র‍্যাশ বেরতে থাকে। এমনকী র‍্যাশগুলি ফোসকার আকার ধারণ করে। ক্ষতও তৈরি হতে পারে।

ভাইরোলজিস্ট, মহামারীবিদরা দ্রুত ব্যবস্থা গ্রহণের পক্ষে সওয়াল করছেন। এমনকী কিছু কিছু চিকিৎসক তাড়াতাড়ি টিকা চালু করার কথাও বলছেন। চিকিৎসকরা সতর্ক করছেন, ঘনিষ্ঠ শারীরিক সম্পর্ক থেকে এই রোগ বেশি ছড়ালেও শিশুদের এই রোগে আক্রান্ত হওয়ার ভয় এড়ানো যাচ্ছে না। এমনকী তাদের দেহে সংক্রমণ ঘটলে সমস্যা অনেকখানি জটিল আকার ধারণ করছে। প্রশ্ন হল কীভাবে এড়াবেন শিশুর মধ্যে ম্যাঙ্কিপক্সের সংক্রমণ?

প্রতিরোধের ধাপ

অসুখটি এমনিতে সেলফ লিমিটিং। অর্থাৎ মোটামুটি ৪ সপ্তাহের মধ্যে অসুখের প্রকোপ কমে যায়। প্রাপ্তবয়স্কদের মধ্যে রোগের লক্ষণ দেখা গেলেও তা ততটা জটিল হয় না। তবে বাচ্চাদের ও বয়স্কদের মধ্যে সমস্যা একটু গুরুতর আকার নিতে পারে। এছাড়া রোগ প্রতিরোধক ক্ষমতা কম রয়েছে এমন ব্যক্তিরও ম্যাঙ্কিপক্স হলে শারীরিক উপসর্গ সমস্যা তৈরি করতে পারে।

• ম্যাঙ্কিপক্সের মতো লক্ষণ অর্থাৎ জ্বর, গায়ে, হাতে, পায়ে ব্যথা, গায়ে র্যাোশের মতো উপসর্গ দেখা যাচ্ছে এমন ব্যক্তির সঙ্গে দূরত্ব বজায় রাখুন। তাঁর ব্যবহার করা জামাকাপড়, বিছানা কোনওভাবেই ব্যবহার করবেন না। এমনকী ওই ব্যক্তির ব্যবহার করা থালাবাসনও ব্যবহার করবেন না।

• কোনও ব্যক্তির গায়ে র্যাাশ বেরলে তা স্পর্শ করবেন না।

• ম্যাঙ্কিপক্সের প্রাদুর্ভাবযুক্ত এলাকা থেকে এসেছেন এমন ব্যক্তির কাছে মোটামুটি ২১ দিন বাচ্চাকে না পাঠানোর চেষ্টা করুন।

• ম্যাঙ্কিপক্সের প্রাদুর্ভাবযুক্ত এলাকায় যেতে হলে বারবার সাবান ও জল দিয়ে ভাল করে হাত ধুয়ে নিন। অ্যালকোহল নির্ভর স্যানিটাইজার ব্যবহার করুন।

কেউ ম্যাঙ্কিপক্সে আক্রান্ত হিসেবে সনাক্ত হলে

• প্রাথমিকভাবে গৃহেই রোগীর পৃথকবাসের ব্যবস্থা করতে হবে।

• র‍্যাশ এবং রোগলক্ষণ থাকলে চিকিৎসকের পরামর্শমতো খেতে হবে ওষুধ।

• পরিস্থিতির বাড়বাড়ি হলে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে।

ভ্যাকসিনেশন

• মার্কিন মুলুকে ম্যাঙ্কিপক্সের আক্রান্তর সংস্পর্শে এসেছেন এমন ব্যক্তির ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া অর্থোপক্স ভাইরাস নিয়ে গবেষণা করছেন বা গবেষণার সঙ্গে কোনওভাবে যুক্ত আছে এমন ব্যক্তিদেরও ভ্যাকসিন দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে।

• আমেরিকায় ম্যাঙ্কিপক্সে সংক্রামিত বাচ্চাদের দেওয়া হচ্ছে টিপিওএক্সএক্স ভ্যাকসিন। ভারতে ম্যাঙ্কিপক্সের প্রকোপ এখনও সেভাবে বৃদ্ধি না পাওয়ার কারণে এখনই ভ্যাকসিন দেওয়ার কথা ভাবা হচ্ছে না বলে সূত্রের খবর।

Next Article