AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অ্যালার্জি আপনা হতেই সেরে যায়? কতটা ভয়ানক হতে পারে? জানুন বিশ্ব অ্যালার্জি সপ্তাহে

কোনও ব্যক্তি তখনই অ্যালার্জিতে আক্রান্ত হন, যখন তার রোগপ্রতিরোধক ব্যবস্থা (ইমিউন সিস্টেম) বাইরের কোনও নিরীহ বস্তুতে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়।

অ্যালার্জি আপনা হতেই সেরে যায়? কতটা ভয়ানক হতে পারে? জানুন বিশ্ব অ্যালার্জি সপ্তাহে
| Edited By: | Updated on: Jun 30, 2025 | 3:53 PM
Share

চলছে ওয়ার্ল্ড অ্যালার্জি সপ্তাহ। প্রতি বছর ২০ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত পালন করা হয়। বিশ্ব অ্যালার্জি সংস্থা (World Allergy Organization – WAO) দ্বারা আয়োজিত এই উদ্যোগের মূল লক্ষ্য অ্যালার্জি এবং তার প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।

কোনও ব্যক্তি তখনই অ্যালার্জিতে আক্রান্ত হন, যখন তার রোগপ্রতিরোধক ব্যবস্থা (ইমিউন সিস্টেম) বাইরের কোনও নিরীহ বস্তুতে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়। বেশিরভাগ অ্যালার্জি প্রতিক্রিয়া তেমন ক্ষতিকর না হলেও, কিছু ক্ষেত্রে তা প্রাণঘাতীও হতে পারে—যেমন শ্বাসনালী ফুলে যাওয়া বা রক্তচাপ মারাত্মকভাবে কমে যাওয়া।

যদিও কিছু অ্যালার্জি প্রতিক্রিয়া বিপজ্জনক, তবে সব ততটা মারাত্মক নয়। অনেক সময় ভুল তথ্য বা মিথ্যাচার (মিথ) থেকেই মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। এই প্রতিবেদনে কিছু সাধারণ অ্যালার্জি সংক্রান্ত ভুল ধারণা এবং তার বাস্তব সত্য তুলে ধরা হল—

১। অ্যালার্জি কেবল বিশেষ মরসুমে হয়  যদিও পরাগরেণুর (pollen) কারণে মৌসুমভেদে অ্যালার্জির প্রকোপ বেড়ে যায়, তবে ধুলোর জীবাণু, ছাঁচ (mold), পশুর লোম বা খাদ্যের প্রতি অ্যালার্জি সারা বছর ধরেই হতে পারে। যাদের পারেনিয়াল অ্যালার্জি রয়েছে, তারা এমনকি শীতকালেও উপসর্গে ভোগেন।

২। সব অ্যালার্জি বড় হওয়ার পর আপনাতেই সেরে যায় 

কিছু শিশু যেমন দুধ বা ডিমের অ্যালার্জি থেকে ধীরে ধীরে সেরে ওঠে, তেমনি অনেকের ক্ষেত্রে বাদাম, সামুদ্রিক মাছ বা গাছের বাদামের (tree nuts) অ্যালার্জি প্রাপ্তবয়স্ক বয়স পর্যন্ত থেকে যায়। আবার অনেক সময় প্রাপ্তবয়স্করাও নতুন অ্যালার্জি আক্রান্ত হতে পারেন।

৩। যদি হালকা অ্যালার্জি প্রতিক্রিয়া হয়, ভবিষ্যতেও সেটাই হবে

অ্যালার্জি প্রতিক্রিয়া অনেক সময় অনিশ্চিত এবং পরিবর্তনশীল হতে পারে। আগে কারও হালকা উপসর্গ থাকলেও, পরবর্তীবার সেই একই অ্যালার্জেনে সংস্পর্শে এলে গুরুতর বা প্রাণঘাতী প্রতিক্রিয়া (anaphylaxis) দেখা দিতে পারে।

৪। অ্যান্টিহিস্টামিন খেলেই অ্যালার্জি পুরোপুরি সেরে যায়

অ্যান্টিহিস্টামিন শুধুমাত্র অ্যালার্জির উপসর্গ নিয়ন্ত্রণে সাহায্য করে, কিন্তু একে সম্পূর্ণ সারাতে পারে না। অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে অ্যালার্জেন থেকে দূরে থাকা বা ইমিউনোথেরাপি (immunotherapy) অনেক ভাল ফল দেয়।

৫। ফুড ইন্টলারেন্স আর ফুড অ্যালার্জি এক জিনিস

ফুড ইন্টলারেন্স যেমন ল্যাকটোজ ইন্টলারেন্স হজমসংক্রান্ত সমস্যা, যা সাধারণত প্রাণঘাতী নয়। কিন্তু ফুড অ্যালার্জি ইমিউন সিস্টেমের প্রতিক্রিয়ার সঙ্গে যুক্ত এবং এর ফলে চুলকানি, ফোলা, শ্বাসকষ্ট এমনকি অ্যানাফাইল্যাক্সিস হতে পারে।