Common Cancer Symptoms: কাশির সঙ্গে রক্ত? হতে পারে ক্যানসার, এই ৫ লক্ষণ কিন্তু এড়িয়ে যাবেন না…
Signs and Symptoms of Cancer: কাশির সঙ্গে রক্তপাত কিংবা একটানা দীর্ঘদিন ধরে মলদ্বার দিয়ে রক্তপান কিন্তু ইঙ্গিত দেয় ক্যানসারের। আর তাই এসব সমস্যা সাধারণ বলে এড়িয়ে গেলে ভুল করবেন...
Cancer Symptoms: গত দু’বছরে কোভিডের প্রকোপে অন্যান্য রোগের কথা আমরা প্রায় ভুলতেই বসেছি। কিন্তু ম্যালেরিয়া, টাইফয়েড, সিরোসিসি অফ লিভার, ক্যানসার, কিডনির সমস্যা- এসব কোনও কিছুই কিন্তু এখনও ফুরিয়ে যায়নি। চিকিৎসা পদ্ধতি এবং রোগ নির্ণয়ে বদল এলেও এখনও পর্যন্ত প্রচুর মানুষ আক্রান্ত হন এই কর্কট রোগে। পর্যাপ্ত চিকিৎসার অভাবে প্রাণও হারান। শরীরে কোনও সমস্যা হলে প্রথম থেকেই শরীর তার জানান দেয়। কিন্তু আমরাই ঠিকমতো বুঝে উঠতে পারি না। হজমের সমস্যার জন্যও গ্যাস-অম্বল হতে পারে। কিন্তু প্রায়শই এই সমস্যা হলে তা মোটেই কিন্তু হালকা ভাবে নেওয়া ঠিক নয়। তেমনই কিন্তু কোমরে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, মলদ্বার দিয়ে রক্তপাত এসবই কিন্তু হতে পারে ক্যানসারের প্রাথমিক লক্ষণ। সাধারণ ভাবে বেশির ভাগেরই মানসিকতা থাকে এই সব লক্ষণ এড়িয়ে যাওয়ার। আর তাই অই সব লক্ষণ সম্বন্ধে সচেতন হন-
পিঠে ব্যথা- একটানা ল্যাপটপ বা কম্পিউটারের বসে কাজ করলে সেখান থেকে পিঠে ব্যথার মত সমস্যা আসেই। রোজকার কিছু শরীরচর্চায় সেই ব্যথা অবশ্য চলে যায়। কিন্তু পিঠের নীচের দিকের ব্যথা অনেক সময় হতে পারে মূত্রাশয় ও ডিম্বাশয়ের ক্যানসারের লক্ষণ। যদি এই ব্যথা রাত বা ভোরের দিকে সবচেয়ে বেশি হয়, তার সঙ্গে যদি ওজন কমতে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। এই ব্যথা কিন্তু নিয়মিত শরীরচর্চা করলেও যায় না।
গ্যাস-অম্বলের সমস্যা- অতিরিক্ত মশলাদার খাবার খেলে হজমের সমস্যা, গ্যাস-অম্ব, পেটজ্বালা এসব হতেই পারে। কিন্তু কোনও কিছু খাবার খাওয়ার পরই যদি বুকে জ্বালার সমস্যা থাকে, নিয়মিত ওষুধ খেলেও সমস্যার সমাধান না হল তাহলে কিন্তু একমুহূর্তের জন্য ফেলে না রেখে চিকিৎসকের পরামর্শ নিন। প্রায়শই অম্বল হতে পারে পেট, গলা বা ডিম্বাশয়ের ক্যানসারের লক্ষণ।
টিউমারের সমস্যা- সব টিউমার কিন্তু ক্যানসার নয়। তবুও কিছু টিউমার থাকে যেখান থেকে ক্যানসারের সম্ভাবনা রয়ে যায়। স্তনে বা ত্বকে কোথাও কোনও অস্বাভাবিক টিউমার থাকলে, কিংবা স্তনে কোথাও যদি শক্ত কোনও অনুভূতি হয় তাহলে কিন্তু অবহেলা করবেন না। পরবর্তীতে এর থেকে সমস্যা আরও জটিল হতে পারে। Testicular cancer- এর প্রধান কারণ কিন্তু হল সচেতনতার অভাব। হঠাৎ করে শরীরের কেোথাও মাংসপিন্ড গজানোর মত ঘটনা কিন্তু মোটেই স্বাভাবিক নয়।
পাইলসের সমস্যা- কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকেরই থাকে। আবার এমন কিছু মানুষ আছেন যাঁদের কোষ্ঠকাঠিন্যের জন্য প্রায়শই মলদ্বার থেকে রক্তপাত হয়। এমন সমস্যায় কবিরাজী বা অন্যান্য টোটকার ভরসায় না থেকে চিকিৎসকের কাছে যান। প্রয়োজনীয় পরীক্ষা করান, ওষুধ খান। নিয়মিত ভাবে ক্ষত বা রক্তপাত হতে পারে ক্যানসারের লক্ষণ। বেশিরভাগ ক্ষেত্রে অন্ত্রে ক্যানসার হলে এই সমস্যা হয়।
কাশির সঙ্গে রক্ত- কাশির সঙ্গে রক্ত কিন্তু জানান দেয় ফুসফুস, স্বরযন্ত্র বা লিউকোমিয়ার ক্যানসারের। সর্দি, ফ্লু বা অ্যালার্জির সমস্যা থেকে কাশি হলে তা কয়েকদিনের মধ্যেই চলে যায়। কিন্তু সেই কাশি যদি দু’সপ্তাহেরও বেশি সময় ধরে থাকে তাহলে তা হতে পারে ক্যানসারের লক্ষণ। টানা ২ মাস অ্যান্টিবায়োটিক খেয়েও যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না।
Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
আরও পড়ুন: Coronavirus infection: আবার আসছে কোভিডের ঢেউ, সাবধানতার জন্য সব অভ্যাস রপ্ত করা জরুরি এখনই