Holi 2023: সামনেই দোল, হাঁপানি-চর্মরোগ থাকলে এই রঙগুলি থেকে খুব সাবধান!

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Feb 27, 2023 | 8:25 PM

Chemical Colours: রাসায়নিক রঙের ব্যবহার যত কম করা যায় ততই ভালো। এতে ত্বক, চোখ ও শরীরের বিভিন্ন অঙ্গগুলি নষ্ট করার ক্ষমতা রাখে। বিশেষ করে ছোটদের ক্ষেত্রে তা আরও মারাত্মক।

Holi 2023: সামনেই দোল, হাঁপানি-চর্মরোগ থাকলে এই রঙগুলি থেকে খুব সাবধান!

Follow Us

মাসের প্রথম সপ্তাহেই রয়েছে বছরের অন্য়তম সেরা ও রঙিন উত্‍সব। উত্তর প্রদেশের বেশ কিছু জায়গায় ইতোমধ্যেই হোলি বা দোল উত্‍সবকে কেন্দ্র করে প্রস্তুতি এখন তুঙ্গে। বাজারে এই সময় হার্বাল আবির ও রঙ পাওয়া গেলেও তার দাম অন্যান্য রঙ-আবিরের তুলনায় বেশ বেশি। তাই রাসায়নিক মেশানো রঙ ব্য়বহারেই আগ্রহ বোধ করে সাধারণ মানুষ। তবুও দোল উত্‍সবে রাসায়নিক মিশ্রিত রঙ ব্যবহার নিয়ে সচেতনতা বৃদ্ধি করলেও হুঁস ফেরেনি কারোর। চিকিত্‍সকরা বরাবরই ভেষজ বা হার্বাল রঙ দিয়ে দোল খেলার পরামর্শ দেন। রাসায়নিক রঙের ব্যবহার যত কম করা যায় ততই ভালো। এতে ত্বক, চোখ ও শরীরের বিভিন্ন অঙ্গগুলি নষ্ট করার ক্ষমতা রাখে। বিশেষ করে ছোটদের ক্ষেত্রে তা আরও মারাত্মক।

যাদের হাঁপানি রয়েছে, তারা সাবধান হোন

রাসায়নিক রঙের ব্যবহার করার ফলে হাঁপানি, শ্বাসকষ্টের সমস্যা যাদের রয়েছে, তাদের স্বাস্থ্যের জন্য বিষ হতে পারে। অনেক ধরনের রাসায়নিক মেশানো থাকে, যা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শ্বাসতন্ত্রে পৌঁছে সংক্রমণ বাড়িয়ে তুলতে পারে। এর ফলে হাঁপানির সমস্যা আরও বেড়ে যায়। যদি বুকে টান ধরা, শ্বাসকষ্টের সমস্যা, কাশি ও অক্সিজেনের মাত্রা কম থাকার প্রবণতা তৈরি করার মতো উপসর্গ থাকে, তাহলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে। হাঁপানিতে আক্রান্তদের কাছে ইনহেলার সঙ্গে রাখার পরামর্শ দেন চিকিত্‍সকরা।

ফাংগাল ইনফেকশন:

অনেকেরই শরীরে ফাংগাল ইনফেকশনের সমস্যা রয়েছে। রাসায়নিক রঙের কারণে তা আরও সমস্যা বাড়িয়ে তোলে। একারণে ত্বকে চুলকানি, লাল লাল ফুসকুড়ি, জ্বালা ধরার মতো উপসর্গ দেখা যায়। এতে সমস্যা আরও গুরুতর হয়ে ওঠে।

হারপিসের সমস্যা বৃদ্ধি

রাসায়নিক রঙের প্রভাবে হারপিস একটি ব্যাকটেরিয়া সংক্রমণের উপসর্গ দেখা যায়। যদি কারোর দাদের সমস্যা থাকে, তাহলে হোলি বা দোল উত্‍সবে সামিল হওয়া থেকে বিরত থাকুন। দাদ হারপিস জোস্টার দ্বারা সৃষ্ট হয়। চিকিত্‍সকরা জানিয়েছেন, হোলি খেলতে গিয়ে হারপিসের সমস্যা দ্বিগুণ হয়। তাই দাদের প্রভাব আরও ছড়িয়ে পড়ে। একই সময়ে সেই সমস্যা এমনই মারাত্মক আকার ধারণ করে যে হাসপাতালে ভরতি পর্যন্ত হতে পারে।

সোরিয়াসিসের সমস্যা:

এটি হল একটি চর্মরোগ। সোরিয়াসিসে আক্রান্ত হলে ত্বকে দাদের মতো লক্ষণ দেখা যায়। লাল ফুসকুড়ি থেকে শুরু , তা পরে সারা শরীরে ছড়িয়ে পড়ে। হোলিতে ব্যবহৃত রাসায়নিক রঙ সোরিয়াসিসের সমস্যাকে আরও গুরুতর করে তুলতে পারে। চিকিত্‍সকদের মতে, সুস্থ থাকতে সোরিয়াসিসে আক্রান্তদের দোল খেলা থেকে বিরত থাকা উচিত।

 

(Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।)

Next Article