মেয়ে মাত্রই মাসিক হবে, এটাই স্বাভাবিক নিয়ম এবং এর বৈজ্ঞানিক কারণও আছে। মেয়েদের জীবনের অতি গুরুত্বপূর্ণ এবং স্বাভাবিক সমস্যা হল এই মাসিক। মাসিকের আগে এবং পরে মেয়েদের একাধিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। আজকাল তো সেই সমস্যা আগের তুলনায় অনেকখানি বেড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মেয়েদের একাধিক হরমোনজনিত অসুখও। তবে শুনলে অবাক হতে হয় এমন সমস্যা ছেলেদের মধ্যেও রয়েছে। অর্থাৎ ছেলেদেরও মাসিক হয়! এমনটা কি আদৌ হতে পারে? মহিলাদের মতই পুরুষদের শরীরেও হরমোনের পরিবর্তন হয়। যে কারণে ছেলেরা মহিলাদের মত প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোমের লক্ষণগুলো অনুভব করতে পারে। শুদুমাত্র রক্তপাত হয় না, কিন্তু বাকি সব অনুভূতি থাকে। তাই অনেকেই এই স,মস্যাকে ছেলেদের পিরিয়ড বলেন। চিকিৎসা পরিভাষায় যা ইরিটেবল মেল সিনড্রোম ( IMS) নামে পরিচিত।
কী এই IMS
ইরিটেবল মেল সিনড্রোম হতে পারে অতিরিক্ত রাগ, হতাশা, উদ্বেগ এবং অতি সংবেদনশীলতা থেকে হতে পারে এই ইরিটেবল মেল সিনড্রোম। শরীরে টেস্টোস্টেরন হরমোনের ওঠানামার কারণেই এই সমস্যা বেশি হয়। তবে এই রোগ-সমস্যা কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না। বড়জোর ২৪ ঘন্টা। ছেলেদের শরীরে এই টেস্টোস্টেরন হরমোনই যাবতীয় সমস্যার মূলে। পুরুষদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ হল এই টেস্টোস্টেরন হরমোন।
অতিরিক্ত চাপও ভাল নয়
পুরুষদের মানসিক চাপ বেশি হলে এই টেস্টোস্টেরন হরমোনে সমস্যা হয়। মানসিক চাপ বেশি হলে মেয়েদের মতই ছেলেদেরও মেজাজ খিটখিটে হয়ে যায়। সেই সঙ্গে শারীরিক অস্বস্তি লেগে থাকে। যাঁরা অতিরিক্ত মানসিক চাপ নিতে পারেন না তাঁদের ক্ষেত্রে মহিলাদের মতই প্রতি মাসে এই একই সমস্যা হয়। হরমোনের ভারসাম্য হলে উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরলের মত সমস্যা বাসা বাঁধে শরীরে। যাঁদের মধ্যে হাই ব্লাডসুগারের সমস্যা থাকে তাঁদেরই কিন্তু মাসিকের লক্ষণ সহ ইরিটেবল মেল সিনড্রোম বেশি দেখা যায়।
ঘুমের অভাবও হতে পারে এর কারণ
ঘুমের অভাবে একাধিক শারীরিক আর মানসিক সমস্যা দেখা দেয়। ছেলেদের ঘুম পর্যাপ্ত পরিমাণে না হলেই সেখান থেকে আসে একাধিক সমস্যা। টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি কিন্তু তখনই দেখা যায়। সেই সঙ্গে যে সব ছেলেদের ঘন ঘন ওজন বাড়ে বা কমে তাঁদের ক্ষেত্রেও কিন্তু হতে পারে এই সমস্যা। যাঁরা মাত্রাতিরিক্ত জিম করেন পিরিয়ডের মত লক্ষণ দেখা দেয় তাঁদেরও। কারণ ওজনের তারতম্য হলেই টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণে ঘাটতি দেখা যায়। এই সব কারণের জন্যই ছেলেদের পিরিয়ড হয়।