AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ডেঙ্গির বিরুদ্ধে দেশব্যাপী সচেতনতা গড়ে তুলতে টিভি৯ নেটওয়ার্কের অভিনব উদ্যোগ ‘সাথ লড়েঙ্গে ডেঙ্গি সে’

Saath Ladenge Dengue Se Campaign: ডেঙ্গি বিরুদ্ধে লড়তে গেলে সাধারণ মানুষের সচেতন থাকা এবং সাবধান হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই উদ্দেশ্যেই ১৫ জুন গোটা পালিত হয় বিশ্ব ডেঙ্গি দিবস। ওই দিনই মানবকল্যাণে ব্রতী হয়ে এক দুর্দান্ত উদ্যোগের সূচনা করল টিভি৯ নেটওয়ার্ক।

ডেঙ্গির বিরুদ্ধে দেশব্যাপী সচেতনতা গড়ে তুলতে টিভি৯ নেটওয়ার্কের অভিনব উদ্যোগ 'সাথ লড়েঙ্গে ডেঙ্গি সে'
Follow Us:
| Edited By: | Updated on: Jun 16, 2025 | 3:07 PM

দীর্ঘ গরমের পর বর্ষা এলে যেমন স্বস্তি বোধ হয়, তেমনই বাড়তে থাকে ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো রোগের প্রকোপ। ছোট্ট একটা মশার কামড়ে হতে পারে প্রাণনাশ পর্যন্ত। এই কথা আমাদের সকলের জানা। তাই এই সমন্ধে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে নানা ক্যাম্পেন চালায় সরকার। আসলে ডেঙ্গি বিরুদ্ধে লড়তে গেলে সাধারণ মানুষের সচেতন থাকা এবং সাবধান হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই উদ্দেশ্যেই ১৫ জুন গোটা পালিত হয় বিশ্ব ডেঙ্গি দিবস। ওই দিনই মানবকল্যাণে ব্রতী হয়ে এক দুর্দান্ত উদ্যোগের সূচনা করল টিভি৯ নেটওয়ার্ক।

‘অল আউট’ এবং ‘ভারতীয় মেডিক্যাল অ্যাসোসিয়েশন’-এর সঙ্গে যৌথ উদ্যোগে শুরু করল ডেঙ্গির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার প্রচার। যার পোশাকি নাম ‘সাথ লরেঙ্গে ডেঙ্গি সে’। টিভি৯ নেটওয়ার্কের এই উদ্যোগের মূল উদ্দেশ্য ভারতে ক্রমবর্ধমান ডেঙ্গির বিপদ এবং তার সঙ্গে লড়াইয়ে হাতিয়ার সম্পর্কে মানুষকে আরও বেশি বেশি করে সচেতন করে তোলা। প্রসঙ্গত, সমগ্র দেশে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করেছে। সকলকে সচেতন ও ঐক্যবদ্ধ করে তোলাই মূল উদ্দেশ্যে।

টিভি৯ নেটওয়ার্কের চিফ রেভিনিউ অফিসার অমিত ত্রিপাঠি এই উদ্যোগ সম্পর্কে বলেন, “TV9 বিশ্বাস করে যে সংবাদমাধ্যম অর্থপূর্ণ ও কল্যাণমূলক পরিবর্তন আনতে পারে। অল আউটের সঙ্গে হাতে হাত রেখে আমরা শুধু একটা অভিযান শুরু করছি না। দেশব্যাপী একটি আন্দোলন শুরু করছি, যা জ্ঞান, সচেতনতা ও ঐক্যে প্রকাশ করে।”

টিভি৯ নেটওয়ার্কের গ্রোথ অফিসার রক্তিম দাস বলেন, “সচেতনতা হল প্রতিরোধের প্রথম পদক্ষেপ। অল আউটের সঙ্গে এই ‘সাথ লড়েঙ্গে ডেঙ্গি সে’ ক্যাম্পেনের সাহায্যে আমরা এক একটি পরিবারকে এই সম্পর্কে আরও সচেতন এবং ডেঙ্গির সঙ্গে লড়ার জন্য সক্ষম করে তুলতে পারব। জনস্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন আনতে একটি প্রচারভিযান কীভাবে প্রভাব বিস্তার করে তারও উদাহরণ এটি।”

ব্রিলিয়ন কনজিউমার প্রোডাক্টসের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রতনজিত দাস বলেন, “অল আউট সবসময় মশা এবং মশাবাহিত রোগ থেকে রক্ষা করেছে মানুষকে। ভারতে মশাবাহিত রোগ সম্পর্কে সচেতনতা এখনও অনেক কম। ডেঙ্গির প্রকোপ আবার বাড়তে শুরু করায় গ্রাহক ও বিশ্বাসযোগ্য অংশীদারদের সঙ্গে মিলে আরও বেশি করে সচেতনতা গড়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য।”

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের জাতীয় সভাপতি চিকিৎসক দিলিপ ভানুশালী বলেন, “মশাবাহিত রোগগুলির মোকাবিলা জনস্বাস্থ্যের অগ্রাধিকার। একা কারও পক্ষে এটা মোকাবিলা করা অসম্ভব। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সেই লক্ষ্যে অল আউট ও টিভি৯ এর সঙ্গে অংশ নিতে পেরে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন গর্বিত।”

এই অভিযানে কী কী থাকবে?

১। গোটা ভারত জুড়ে প্রচার –

‘সাথ লড়েঙ্গে ডেঙ্গি সে’ All Out এর উদ্যোগে এই ক্যাম্পেন TV9 নেটওয়ার্কের ছয়টি আঞ্চলিক চ্যানেল (TV9 ভারতবর্ষ, TV9 কান্নড়া, TV9 তেলুগু, TV9 মরাঠিতে, TV9 বাংলা ও TV9 গুজরাটি)-তে সম্প্রচারিত হয়েছে। যা শহরে ও গ্রামে সচেতনতা ছড়িয়ে দিতে উল্লেখযোগ্য।

২। সচেতনতা মূলক ভিডিয়ো প্রকাশ –

বিশ্বাসযোগ্য TV9 উপস্থাপকরা All Out এর সঙ্গে যৌথভাবে ছোট ও তথ্যসমৃদ্ধ ভিডিয়ো পরিবেশন করবেন। যা মানুষের মধ্যে আরও বেশি করে ডেঙ্গি সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে সাহায্য করবে। ডেঙ্গির সঙ্গে লড়ার যোগ্য করে তুলবে।

৩। ভুল ধারণা ধ্বংস করে সঠিক তথ্যের প্রচার –

প্রচলিত রোগ সম্পর্কে নানা প্রচলিত ভুল ধারণা থাকে। যা অনেক সময় বড় বিপদের কারণ হয়ে ওঠে। এই ক্যাম্পেনের আরেকটি দিক হল ছোট ছোট করে চিকিৎসকদের ভিডিয়ো পোস্ট করে সেই ভুল বিশ্বাসকে দূর করা।

৪। TV9 ভারতবর্ষে আলোচনা সভা –

একটি বিশেষ প্যানেল আলোচনায় অংশ নেবেন খ্যাতনামা চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও IMA এর সিনিয়র প্রতিনিধিরা। সেখানে তারা ডেঙ্গু মোকাবিলায় পরিবারের সদস্য, স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য প্রতিষ্ঠান ও সরকারের ভূমিকা সম্পর্কে আলোকপাত করবেন।

৫। ডিজিটাল ও সামাজিক মাধ্যমে বিস্তার –

টেলিভিশন সম্প্রচারের পাশাপাশি TV9 নেটওয়ার্কের ওয়েবসাইট, ইউটিউ চ্যানেল ও সামাজিক মাধ্যমে (ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার/এক্স ও লিংকডইন) তথ্যচিত্র, গ্রাফিক্স ও বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যা যুবসমাজকে সচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আসলে সচেতনতাই হল প্রতিরোধের প্রথম পদক্ষেপ। তাই জনস্বাস্থ্যের মানচিত্র বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অল আউট, টিভি৯ নেটওয়ার্ক এবং ভারতীয় মেডিক্যাল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগ ‘সাথ লড়েঙ্গে ডেঙ্গি সে’ অভিযান।