বিশ্ব এইডস ভ্যাকসিন দিবস
প্রতি বছর, ১৮ মে দিনটিকে সারা পৃথিবীতে পালন করা হয় ‘ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে’ হিসেবে। অবশ্য, ‘এইচআইভি ভ্যাকসিন সচেতনতা দিবস’ হিসেবেও এই দিনটিকে চিহ্ণিত করা হয়ে থাকে। চলতি বছরে বিশ্ব এইডস ভ্যাকসিন দিবসের প্রধান থিম বা মূল বার্তা হল ‘বিশ্বের সংহতি’। এই বিশেষ দিনটি পালনের প্রকৃত তাৎপর্য আসলে লুকিয়ে রয়েছে অন্য জায়গায়। ১৯৯৭ সালের ১৮ মে মরগ্যান স্টেট বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বলেন, ‘শুধুমাত্র কার্যকরী এইডস ভ্যাকসিনই পারবে এইডস-এর বিপদকে হ্রাস করতে ও একসময় এইডসকে নির্মূল করতে।’
আরও পড়ুন: International Family Day 2021: আন্তর্জাতিক পরিবার দিবসের ইতিহাস, গুরুত্ব কী জেনে নিন…
প্রেসিডেন্ট ক্লিন্টনের সেই ঐতিহাসিক বক্তৃতার স্মৃতি রক্ষার্থেই ১৮ মে দিনটি প্রাসঙ্গিক হয়ে ওঠে সকলের কাছে। এরপর থেকে ১৯৯৮ সালের ১৮ মে থেকে বিশ্ব এইডস ভ্যাকসিন ডে পালন করা হয়ে আসছে নিয়মিত। তবে শুধু প্রেসিডেন্ট ক্লিন্টন নয়, এই মুহূর্তে পৃথিবীর সকল মানুষের কাছেই শ্রদ্ধাভাজন হয়ে উঠেছেন সেই সকল কোটি কোটি স্বাস্থ্যকর্মী, গবেষক এবং স্বেচ্ছাসেবী মানুষ, যাঁরা একটি কার্যকরী এইডস ভ্যাকসিন তৈরি করার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই সমস্ত ব্যক্তির কাজের প্রতি সম্মান প্রদর্শনেই উদ্যাপন করা হয় বিশেষ দিনটিকে। সেই সমস্ত ব্যক্তি যাঁরা নিজের প্রাণের ঝুঁকি নিয়েও কাজ করে যাচ্ছেন, তাঁদের প্রতি সমর্থনের উদ্দেশ্যে সমগ্র পৃথিবীর মানুষের পক্ষ থেকে প্রকাশ করা হয় কতকগুলি প্রকৃত সদিচ্ছার।
সেই সদিচ্ছাগুলিই ‘বিশ্ব এইডস ভ্যাকসিন দিবসের’ প্রকৃত তাৎপর্য বহন করে।