শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে, জঙ্গি দমনে ফের বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার রাতেই দক্ষিণ কাশ্রীমেরর পুলওয়ামা জেলার আরিহাল গ্রামে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছিল ভারতীয় সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনীর। শুক্রবার (১ ডিসেম্বর) সকালে কাশ্মীরে মোতায়েন ভারতীয় সেনা বাহিনীর চিনার কর্পস জানিয়েছে, এই সংঘর্ষে অন্তত একজন জঙ্গির মৃত্যু হয়েছে। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে কোনও হতাহতের খবর নেই। তবে, ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে আছে বলে সন্দেহ বাহিনীর। তাই, এখনও তাদের খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে।
OP ARIHAL, #Pulwama
On specific intelligence input, a joint operation was launched by #IndianArmy & @JmuKmrPolice on the intervening night of 30 Nov-01 Dec 23 at Arihal, Pulwama. Cordon laid & contact established. 01xTerrorist has been eliminated along with the recovery… pic.twitter.com/JyrIjAijTD
— Chinar Corps🍁 – Indian Army (@ChinarcorpsIA) December 1, 2023
এক সোশ্যাল মিডিয়া পোস্টে চিনার কর্পস বলেছে, “নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বরের মধ্যবর্তী রাতে, পুলওয়ামার আরিহালে একটি যৌথ অভিযান শুরু করেছিল। এলাকাটি ঘিরে ফেলার পর, জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। অস্ত্রশস্ত্রের ভাণ্ডার উদ্ধার করা হয়েছে এবং এক সন্ত্রাসবাদীকে নির্মূল করা হয়েছে। তল্লাশি অভিযান এখনও চলছে।”
Jammu & Kashmir | An encounter started in Arihal village of District Pulwama. Police and security forces on the job. Further details awaited.
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/Y9Fs4TJpz7
— ANI (@ANI) November 30, 2023
সূত্রের খবর, আরিহাল গ্রামের নিউ কলোনি এলাকায় কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে বলে বাহিনীকে খবর দিয়েছিলেন সেনার গোয়েন্দারা। এরপরই, পুলিশ, ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস এবং সিআরপিএফ-এর এক যৌথ বাহিনী ওই এলাকায় হানা দেয়। প্রাথমিকভাবে সেখানে অন্তত দুইজন জঙ্গি লুকিয়ে আছে বলে অনুমান করেছিল বাহিনী। তাদের মধ্যে একজনকে নির্মূল করা হয়েছে। সূত্রের খবর, সে কাশ্মীরেরই স্থানীয় বাসিন্দা। অপরজনের এখনও কোনও খোঁজ নেই। তবে, রাতভর অভিযানের পর, সেখানে আরও জঙ্গি থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সংখ্যাটা ১০-১২-ও হতে পারে। জঙ্গিরা যাতে পালাতে না পারে, তা নিশ্চিত করতে গোটা এলাকা এখনও ঘিরে রেখেছে বাহিনী।