বৈশাখী পালনে পাকিস্তানে গিয়ে করোনা আক্রান্ত ১০০ তীর্থযাত্রী

ঈপ্সা চ্যাটার্জী |

Apr 22, 2021 | 5:55 PM

প্রতিবছরের মতোই এই বছরও লাহোরের গুরুদ্বার পাঞ্জা সাহিবে বৈশাখী পালন করতে যান ৮০০ জন যাত্রী। এদের মধ্যে ১০০ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে।

বৈশাখী পালনে পাকিস্তানে গিয়ে করোনা আক্রান্ত ১০০ তীর্থযাত্রী
পাকিস্তান যাওয়ার পথে শিখ তীর্থযাত্রীরা। ছবি:PTI

Follow Us

চণ্ডীগঢ়: বৈশাখী পালন করতে প্রতি বছরের মতোই এ বারও পাকিস্তান গিয়েছিলেন ৮০০ শিখ তীর্থযাত্রী। তবে ১০০ জন ফিরলেন করোনা সংক্রমণ নিয়ে। পঞ্জাব প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মোট ৩৫০ জন ব্যক্তি, যাঁরা পাকিস্তানে গিয়েছিলেন, তাঁদের ব়্যাপিড অ্যান্টেজন পরীক্ষা করালে ১০০ জনের করোনা রিপোর্ট পজ়িটিভ আসে।

১৯৭৪ সালের ভারত-পাকিস্তান প্রোটোকল অনুযায়ী প্রতিবছরই পঞ্জাবী নববর্ষ, যা বৈশাখী নামে পরিচিত, তার শেষদিন লাহোরের গুরুদ্বার পাঞ্জা সাহিবে যান। চলতি বছরে করোনা সংক্রমণের কারণে ১১০০ জনকে পাকিস্তানে যাওয়ার ছাড়পত্র দেয় পাকিস্তান হাই কমিশন। এদের মধ্যে ৮০০ জন চলতি মাসেই পাকিস্তানে যান বৈশাখী পালনে।

সেখানেই তাঁদের মধ্যে ৩৫০ জনের করোনা পরীক্ষা করা হলে ১০০ জনের রিপোর্ট পজিটিভ আসে। এদের মধ্যে যাঁরা ইতিমধ্যেই অমৃতসরে ফিরে এসেছেন, তাদের ফের আরটি-পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করা হবে সঠিক রিপোর্ট পাওয়ার জন্য।

অন্যদিকে, ভারতের বিদেশমন্ত্রকের তরফেও শিখ তীর্থযাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। তাঁরা যাতে সুরক্ষিত থাকেন ও প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা পান, সেই বিষয়টিও নিশ্চিত করা হচ্ছে।

বর্তমানে দেশজুড়েই বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমণ। ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা তিন লাখের গণ্ডি পার করেছে। রাজ্যভিত্তিক সংক্রমণের তালিকায় মহারাষ্ট্র, দিল্লির পাশাপাশি পঞ্জাবের নামও রয়েছে। সেই রাজ্যে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা প্রায় ৩৮ হাজার। আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি টিকা সঙ্কট ও অক্সিজেনের ঘাটতিও দেখা দিয়েছে। দ্রুত টিকা সরবরাহের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।

আরও পড়ুন: ‘অখুশি প্রেমিকার মতো ব্যবহার’, অক্সিজেন বন্টন নিয়ে তুঙ্গে কেন্দ্র বনাম দিল্লির বিবাদ

Next Article