Corona Outbreak: ১০ হাজারে সংক্রমণ, মৃত্যু কমে ১২৫! স্বস্তি দিচ্ছে কেরল,মহারাষ্ট্র
Corona Cases: গত ২৪ ঘণ্টায় ভারতে (India) নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২২৯ জন।
নয়া দিল্লি: বিগত কয়েকদিন বলা চলে কয়েকমাস ধরে সংক্রমণ ১৫ হাজারের নীচেই রয়েছে। কখনও বেড়ে বারো হাজার হলেও দশ-এগারো হাজারের আশেপাশে ঘোরাঘুরি করছে সংক্রমণের গ্রাফ। তবে একদিনের মৃত্যু কিন্তু অনেকটাই আতঙ্কে ফেলেছিল। সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও মৃত্যুকে নিয়ন্ত্রণে আনতে যথেষ্ঠ বেগ পেতে হচ্ছে বিশেষজ্ঞদের।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে (India) নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২২৯ জন। গতকাল সেই সংখ্যাটা ১১ হাজার ২৭১ জন।
এদিকে, করোনাকে জয় করে দেশে সুস্থ হয়ে ওঠার সংখ্যা একই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ৯২৬ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩৮ লাখ ৪৯ হাজার ৭৮৫ জন।
চলতি সপ্তাহে দেশে উত্তোরোত্তর বেড়ে গিয়েছিল মৃত্যুর সংখ্যা। যথেষ্ঠ আতঙ্ক বাড়িয়েছিল গোটা দেশে। গত ২৪ ঘণ্টায় সেই আতঙ্ক কিছুটা কেটেছে। একদিনে আক্রান্ত হয়েছেন ১২৫ জন।
তবে গতকালের তুলনায় একধাক্কায় বাড়ল সক্রিয় আক্রান্তের সংখ্যা। একদিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮২২জন। গত ২৪ ঘণ্টা মিলিয়ে দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৯৬ জন।
এখনও সক্রমণের নিরিখে কেরলে(Kerala)সংক্রমণ সর্বোচ্চ। সেই রাজ্যে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৫ হাজার ৮৪৮ জন। মৃত্যু হয়েছে ৬৫ জনের। এরপরই রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ৯৫৬ জনের শরীরে হদিশ মিলেছে ভাইরাসের। একদিনে মৃত্যু হয়েছে ১৮ জনের। মহারাষ্ট্রের পরে রয়েছে কর্নাটক। সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ২৩৬ । গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ জনের। আর তামিলনাড়ুতে আক্রান্ত হয়েছেন ৮০৫ জন।
বিগত তিন থেকে চার মাসের পরিসংখ্যান লক্ষ করলে দেখা যাবে দেশের বাকি রাজ্যগুলির তুলনায় উত্তর প্রদেশে কিন্তু করোনা সংক্রমণ যথেষ্ঠ নিয়ন্ত্রিত হচ্ছে। দেশের মধ্যে সবচেয়ে বড় রাজ্য হওয়ার দরুণও সেখানে আক্রান্তের সংখ্যা কিন্তু অনেক নিয়ন্ত্রিত।গত ২৪ ঘণ্টায় সেই রাজ্যে আক্রান্ত হয়েছেন ১২ জন। কারও মৃত্যু হয়নি। রাজধানী দিল্লিতে একদিনে আক্রান্ত হয়েছেন ৩৬ জন।
এদিকে, একদিনে করোনা সংক্রমণ ফের কিছুটা বাড়ল বাংলায়। রবিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৮৭৫ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৮৩৭ জন। সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। নমুনা পরীক্ষা ৪১ হাজার ৬৬। পজিটিভিটি রেট ২.১৩ শতাংশ। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮ হাজার ৬২ জন। শনিবার একদিনের সংক্রমণ ছিল ৮৭২। মৃত্যু হয়েছিল ১৩ জনের। পজিটিভিটি রেট ছিল ২.১২ শতাংশ।