Corona Outbreak: কখনও বাড়ছে কখনও কমছে! দেশে প্রতিদিন ‘নতুন খেল’ দেখাচ্ছে মৃত্যু সংখ্যা

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 08, 2021 | 10:33 AM

India Corona Cases: একদিনে মৃত্যু কমে হয়েছে ২৬৬। গতকালের পরিসংখ্যান বলছে ৫২৬ জন করোনার বলি হয়েছেন।

Corona Outbreak: কখনও বাড়ছে কখনও কমছে! দেশে প্রতিদিন নতুন খেল দেখাচ্ছে মৃত্যু সংখ্যা
দেশে কমল সংক্রমণ (ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: গতকালের তুলনায় দেশে একদিনে সাড়ে পাঁচ শতাংশ সংক্রমণ বাড়ল দেশে। তবে উৎসবরের মরশুমে মৃত্যুর সংখ্যা কখনও বাড়ছে কখনও বা কমছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে (India) নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৫১ জন। গতকাল আক্রান্ত হয়েছিলেন ১০ হাজার ৮৫৩ জন। এদিকে, করোনাকে হারিয়ে দেশে সুস্থ হয়ে ওঠার সংখ্যা সামান্য বেড়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ২০৪ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩৭ লাখ ৬৩ হাজার ১০৪ জন।

চলতি সপ্তাহে দেশে উত্তোরোত্তর বেড়ে গিয়েছিল মৃত্যুর সংখ্যা। যথেষ্ঠ আতঙ্ক বাড়িয়েছিল গোটা দেশে। এদিকে, ওঠা-নামা করছে দেশের মৃত্যুর গ্রাফ। গতকালের তুলনায় একদিনে মৃত্যু কমে হয়েছে ২৬৬ জন।

এই মুহূর্তে দেশের সবচেয়ে বেশি করোনা সংক্রমণ রয়েছে কেরলে (Kerala)। এদিন নতুন করে প্রায় ৭ হাজার ১২৪ জনের সংক্রমণের হদিশ মিলেছে শরীরে। মৃত্যু হয়েছে ২০১ জনের। এরপরই রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ৮৯২ জনের শরীরে হদিশ মিলেছে ভাইরাসের। একদিনে মৃত্যু হয়েছে ১৬ জনের। মহারাষ্ট্রের পরে রয়েছে কর্নাটক। সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ২৩৯ । গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ জনের। আর তামিলনাড়ুতে আক্রান্ত হয়েছেন ৮৫০ জন।

তবে উত্তর প্রদেশের মতো বড় রাজ্য নিয়ন্ত্রণেই রয়েছে আক্রান্তের সংখ্যা। করোনা বুলেটিন অনুযায়ী সেখানে আক্রান্ত হয়েছেন মাত্র ১১ জন। রাজধানী দিল্লিতেও আক্রান্তের সংখ্যা খানিকটা নিয়ন্ত্রণে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৪৭ জন। আবার মিজ়োরামের মতো ছোটো রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৩৯ ছুঁইছুই। মৃত্যু হয়েছে ৩ জনের।

গত একদিনে করোনা (Covid19) সংক্রমণ কিছুটা বাড়ল রাজ্যে। বেড়েছে পজিটিভিটি রেটও। তবে শনিবারের তুলনায় রবিবার পরীক্ষা কম হয়েছে। তারপরও সংক্রমিত কিংবা পজিটিভিটি রেট বেড়েছে।রাজ্য স্বাস্থ্য দফতর রবিবার যে বুলেটিন প্রকাশ করেছে, তাতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭২৩ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। পজিটিভিটি রেট ২.৪০ শতাংশ। গত একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৭৭৪ জন। সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। নমুনা পরীক্ষা হয়েছে ৩০ হাজার ১২৪টি।শনিবার করোনা আক্রান্ত হয়েছিল ৬৭০ জন। মৃত্যু হয়েছিল ১৪ জনের। পজিটিভিটি রেট ছিল ২.২১ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছিল ৩০ হাজার ২৮১টি।

আরও পড়ুন: Suvendu Adhikari: ‘শুভেন্দুর তৃণমূলে ফেরা সময়ের অপেক্ষা’, নন্দীগ্রামের রাজনীতিতে কি ফের মোচড়?

আরও পড়ুন: Subrata Mukherjee: শীতকালীন অধিবেশনে আর যোগ দেওয়া হল না সুব্রতবাবুর, আজ বিধানসভায় শ্রদ্ধাজ্ঞাপন

Next Article