Indian Railways: আসছে ১২ হাজার নতুন জেনারেল কোচ, বড় রেকর্ডের কথা বলে দিলেন রেলমন্ত্রী

Nov 26, 2024 | 10:33 PM

Indian Railways: কোন খাতে এগিয়ে যাচ্ছেন রেলের উন্নয়ন যজ্ঞ? কী রূপরেখাই বা তৈরি হয়েছে। সে বিষয়েও এদিন নানা তথ্য তুলে ধরেন রেলমন্ত্রী। জানান, রেলের উন্নয়নে ১২ হাজার নতুন জেনারেল কোচ করা হচ্ছে। এতে যাত্রীদের জন্য যে সামগ্রিক পরিবহণ কাঠামো রয়েছে তা আরও উন্নত হবে।

Indian Railways: আসছে ১২ হাজার নতুন জেনারেল কোচ, বড় রেকর্ডের কথা বলে দিলেন রেলমন্ত্রী
ফাইল ছবি

Follow Us

নাগপুর: গত দশ বছরে ভারতীয় রেল চাকরি দিয়েছে ৫ লক্ষ মানুষকে। যা ২০০৪ সাল থেকে ২০১৪ সালে তৈরি মোট কর্মসংস্থান ৪.৪ লক্ষের থেকেও বেশি। একেবারে তথ্য তুলে ধরে এ কথা জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নাগপুরে রেল কর্মীদের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই এ কথা বলতে শোনা যায় তাঁকে। ওই অনুষ্ঠান থেকেই রেল মন্ত্রী বলেন, রেলওয়ে প্রথমবারের মতো নিয়োগ প্রক্রিয়ার জন্য একটি বার্ষিক ক্যালেন্ডারও তৈরি করে ফেলেছে। ফলে যা দেখে দেশের চাকরিপ্রার্থীদের প্রস্তুতি নিতেও সুবিধা হবে। একইসঙ্গে তাঁর মত, রেল সর্বদাই সামগ্রিক উন্নয়নের উপর জোর দেয়। জোর দেয় নতুন চাকরি তৈরির ক্ষেত্রেও। পাশাপাশি সংবিধান দিবসে ডক্টর অম্বেদকরকেও শ্রদ্ধা জানাতে দেখা যায় রেলমন্ত্রীকে।

কোন খাতে এগিয়ে যাচ্ছেন রেলের উন্নয়ন যজ্ঞ? কী রূপরেখাই বা তৈরি হয়েছে। সে বিষয়েও এদিন নানা তথ্য তুলে ধরেন রেলমন্ত্রী। জানান, রেলের উন্নয়নের স্বার্থে ১২ হাজার নতুন জেনারেল কোচ তৈরি করা হচ্ছে। এতে যাত্রীদের জন্য যে সামগ্রিক পরিবহণ কাঠামো রয়েছে তা আরও উন্নত হবে। একইসঙ্গে তিনি এও বলেন, রেলওয়ের কাজ শুধু চাকরি দেওয়া নয়, যাত্রীদের সফরকে আরও আরামদায়ক করাও। সেই লক্ষ্যেও প্রতিনয়ত কাজ করছে রেল। 

অন্যদিকে সংবিধান দিবসে ডক্টর অম্বেদকরকে বিশেষ শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “ডক্টর অম্বেদকর দেশকে একটি শক্তিশালী সংবিধান দিয়েছেন। সংবিধানের প্রতি শ্রদ্ধার কথা শুধু মুখে বললেই হবে না, কাজের মধ্যেই তার প্রতিফলন রাখতে হবে। এদিনের অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গেই রেলের ঊর্ধ্বতন কর্তারাও অংশ নেন।”  

Next Article