Corona Outbreak: উৎসবের মরশুমে আতঙ্ক বাড়াচ্ছে মৃত্যু, এক লাফে টপকালো ৫০০ গণ্ডি

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 27, 2021 | 10:31 AM

India Corona Cases: গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪৫১ জন।

Corona Outbreak: উৎসবের মরশুমে আতঙ্ক বাড়াচ্ছে মৃত্যু, এক লাফে টপকালো ৫০০ গণ্ডি
দেশে বাড়ল মৃত্যু (ফাইল ছবি)

Follow Us

নয়া দিল্লি:  সামনেই দীপাবলি। দেশজুড়ে ধুমধামের সঙ্গে পালিত হবে। কিন্তু শিয়রে সেই করোনার (Corona) ভয়। সংক্রমণ নিয়ন্ত্রিত খানিকটা থাকলেও মৃত্যু নিয়ে কিন্তু ক্রমশ বাড়ছে চিন্তা। কয়েকদিন আগেই সরকারের তরফে উৎসব গুলিতে লাগাম টানতে বলা হয়েছিল। এরপর ফের একদিনে করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ল। যার কারণে দীপাবলির আগে কড়া বিধি-নিষেধের পথে এগোবে দেশের বিভিন্ন রাজ্য।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে (India) নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪৫১ জন। গতকাল সেই সংখ্য়াটা ছিল ১২ হাজার ৪২৮ জন। এদিকে, করোনাকে হারিয়ে দেশে সুস্থ হয়ে ওঠার সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ২১ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩৫ লাখ ৯৭ হাজার ৩৩৯ জন।

এদিকে, গতকালের তুলনায় মৃত্যুর সংখ্যা কমলেও, ভয় ধরাচ্ছে দেশের মৃত্যুর গ্রাফ। গত ২৪ ঘণ্টায় করোনার জেরে প্রাণ হরিয়েছেন ৫৮৫ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ৩৫৬ জন।

তবে গোটা দেশে সংক্রমণ কমলেও শীর্ষে এখনও কেরল, তামিলনাড়ু মহারাষ্ট্র রয়েছে। সবচেয়ে বেশি সংক্রমণ এখনও কেরলে (Kerala)। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৬৩ জন। একদিনে মৃত্যু হয়েছে ৪৮২ জনের। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা একধাক্কায় বেড়ে ১ হাজার ২০১ হয়েছে। তবে মৃত্যু হয়েছে ৩২ জনের অন্যদিকে কর্নাটকে একদিনে ২৭৭ জন আক্রান্ত। আর তামিলনাড়ুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯০ জন।

তবে উত্তর প্রদেশের মতো বড় রাজ্য নিয়ন্ত্রণেই রয়েছে আক্রান্তের সংখ্যা। করোনা বুলেটিন অনুযায়ী সেখানে আক্রান্ত হয়েছেন মাত্র ৪ জন। রাজধানী দিল্লিতেও আক্রান্তের সংখ্যা খানিকটা নিয়ন্ত্রণে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৪১ জন। আবার মিজ়োরামের মতো ছোটো রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭৪০ ছুঁইছুই। মৃত্যু হয়েছে ২ জনের।

দুর্গাপুজোর পর থেকেই হাজারের দোরগোড়ায় ঘোরাফেরা করছে করোনার দৈনিক সংক্রমণ। রাজ্য়ে করোনার এই ছবি স্বাভাবিকভাবেই কিছুটা চিন্তায় রাখছে স্বাস্থ্য ভবনকে। সোমবার সকাল ৯ টা থেকে মঙ্গলবার সকাল ৯ টার মধ্যে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছে ৮০৬ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৮০৫। রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, বাংলায় শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। পাশাপাশি সুস্থও হয়ে উঠছেন অনেকে। রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮১১ জন।

আরও পড়ুন: Covaxin: শেষ ধাপেই আটকে কোভ্যাক্সিনের অনুমোদন, ফের অতিরিক্ত তথ্য চাইল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

 

Next Article