Physical Assault: চিৎকার চাপা দিতে গাঁক গাঁক করে চলছিল গান, বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে অকথ্য অত্যাচারের শিকার কিশোরী

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 10, 2023 | 10:12 AM

নিমরাজি হয়ে ওই বাড়িতে পৌঁছতেই তাঁকে কোল্ড ড্রিঙ্কস খেতে দেওয়া হয়। কিন্তু ওই পানীয় খাওয়ার পরই অচেতন হয়ে যায় কিশোরী। এরপরই তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

Physical Assault: চিৎকার চাপা দিতে গাঁক গাঁক করে চলছিল গান, বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে অকথ্য অত্যাচারের শিকার কিশোরী
প্রতীকী ছবি

Follow Us

হায়দরাবাদ: জন্মদিনে বড় পার্টি হবে, সেই পার্টিতে নিমন্ত্রণ করেছিল বন্ধু। ঠিকানা দেখে ওই বাড়িতে যেতেই ঘিরে ধরল ৬ জন যুবক। ঘুমের ওষুধ দিয়ে অচেতন করা হয় কিশোরীকে, এরপরে ৬ জন মিলে গণধর্ষণ করে ওই কিশোরীকে। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার হায়দরাবাদে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ১৬ বছরের এক কিশোরীকে গণধর্ষণ করে ৬ যুবক। বর্তমানে নির্যাতিতা চিকিৎসাধীন রয়েছেন।ইতিমধ্যেই ৬ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি গত শনিবার, ৪ ফেব্রুয়ারি ঘটেছে। তবে চলতি সপ্তাহের বুধবার বিষয়টি সামনে আসে যখন নির্যাতিতা থানায় অভিযোগ জানায়। এরপরই পুলিশ তদন্ত শুরু করে। বৃহস্পতিবার ৬ জন অভিযুক্তকেই গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করে জানা গিয়েছে, পানীয়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়েই গণধর্ষণ করা হয়েছিল ওই কিশোরীকে।

নির্যাতিতার বয়ান অনুযায়ী, গত ৪ ফেব্রুয়ারি রাতে ওই কিশোরী হায়দরাবাদের ছতরিনাকা এলাকায় একটি ওষুধের দোকানে গিয়েছিল। সেখানেই তাঁর একটি বান্ধবীর সঙ্গে দেখা হয়। ওই কিশোরী জানায়, সামনেই এক বন্ধুর জন্মদিনের পার্টি হচ্ছে, তাঁর সঙ্গে যাওয়ার জন্য জোরাজুরি করে নির্যাতিতাকে। নিমরাজি হয়ে ওই বাড়িতে পৌঁছতেই তাঁকে কোল্ড ড্রিঙ্কস খেতে দেওয়া হয়। কিন্তু ওই পানীয় খাওয়ার পরই অচেতন হয়ে যায় কিশোরী। এরপরই তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

জানা গিয়েছে, যে বান্ধবী তাঁকে ওই পার্টিতে নিয়ে গিয়েছিল, সেখানে তাঁর প্রেমিক সহ মোট ৬ জন যুবক ছিল। প্রথম থেকেই নির্যাতিতা ওই কিশোরীর সঙ্গে অভব্য আচরণ করছিল তাঁরা। জোর করে ঘুমের ওষুধ মেশানো পানীয় খাওয়ানোর পরই পালা করে কিশোরীকে ধর্ষণ করে অভিযুক্তরা। ধর্ষণের সময়ে যাতে প্রতিবেশীরা নির্যাতিতার চিৎকার শুনতে না পান, তার জন্য জোরে গান চালিয়ে রেখেছিল অভিযুক্তরা।

পুলিশের তরফে জানা গিয়েছে, অভিযুক্তদের সকলেরই বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে। নির্যাতিতা যে কিশোরীর কথা শুনে ওই পার্টিতে গিয়েছিল, তাঁকেও আটক করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগ দায়ের করা হয়েছে।

Next Article