Corona Virus: উৎসবের আমেজে কাঁটা ওমিক্রন! দৈনিক সংক্রমণ লাফিয়ে ১৬ হাজার পেরলো

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 31, 2021 | 12:31 PM

India covid Update: একদিনে দেশে করোনার বলি ২২০ জন।

Corona Virus: উৎসবের আমেজে কাঁটা ওমিক্রন! দৈনিক সংক্রমণ লাফিয়ে ১৬ হাজার পেরলো
নিজস্ব চিত্র।

Follow Us

নয়া দিল্লি: প্রায় দুবছর। করোনা সংক্রমণে ভুগছে গোটা বিশ্ব। কখনও বেড়েছে। কখনও কমেছে আক্রান্তের সংখ্যা। এই দু’বছরে করোনার বিভিন্ন ভ্যারিয়েন্টে বেরিয়েছে। যাতে আক্রান্ত হয়েছেন বহুজন। আজ বছরের শেষ দিন। উৎসবের মেজাজ। তবে রক্ষে নেই। আতঙ্ক ধরাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। বিশ্বের পাশাপাশি সারা দেশে দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজারের গণ্ডি পার করেছে। দিল্লি, মুম্বইয়ের মতো বড় শহরগুলিতে শুরু হয়ে গিয়েছে গোষ্ঠী সংক্রমণ। তার মধ্যে উদ্বেগ বাড়িয়ে বেড়েছে দেশের দৈনিক করোনা আক্রান্তের গ্রাফ।

গোটা দেশের সার্বিক করোনাগ্রাফে সামান্য পরির্বতন লক্ষ্য করা গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭৬৪ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ১৩ হাজার ১৫৪ ৬ হাজার ৩৫৮ জন। একদিনে করোনার বলি হয়েছেন ২২০ জন। এদিকে,দেশে ৭ হাজার ৫৮৫ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪২ লাখ ৬৬ হাজার ৩৬৩ জন করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন।

অন্যদিকে, একলাফে ওমিক্রন আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় বেড়ে দাঁড়াল ১ হাজার ২৭০। গতকাল সংখ্যাটা ছিল ৯৬১। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩০৯ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। দেশের ২৩টি রাজ্যে ছড়িয়ে পড়েছে করোনার অতি সংক্রামক এই ভ্যারিয়েন্ট।

তবে আক্রান্তের নীরিখে এখনও দেশের দক্ষিণের রাজ্যগুলিই এগিয়ে। তার মধ্যে কেরলকে টপকে এগিয়ে গেল মহারাষ্ট্র। সেখানে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৬৮ জন। তার মধ্যে ১৯৮ জন আক্রান্ত ওমিক্রনে। তবে মৃত্যু হয়েছে ২২ জনের। কেরলে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪২৩ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৬৪ জনের। তৃতীয়স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ৮৯০ জন। মৃত্যু হয়েছে ৭ জনের।

এদিকে উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন মাত্র ১৯৩ জন। মৃত্যুর সংখ্যা নেই। অন্যদিকে, দিল্লিতে বিগত কয়েকমাস নিয়ন্ত্রণে থাকলেও ধীরে-ধীরে বেড়েছে আক্রান্তের সংখ্যা। একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১৩ মানুষ। তবে কারোর মৃত্যু হয়নি।

এদিকে, এই রাজ্যে কোভিড পরিস্থিতি যে কতটা ভয়ঙ্কর হতে চলেছে তা বোধহয় কল্পনার বাইরে চলে যাচ্ছে। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে এ রাজ্যের দৈনিক সংক্রমণ ২ হাজার পার করে গেল। একদিনে হাজার পার! বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ২ হাজার ১২৮ জন। এর মধ্যে কলকাতায় সংক্রমিত ১ হাজার ৯০ জন। মৃতের সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১২ জন করোনার বলি হয়েছেন। এর মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে চারজনের।

আরও পড়ুন: Kolkata COVID: কলকাতার ১০ টি ওয়ার্ডে মারাত্মক বিপদ! শহরে এই এলাকাগুলিকে এড়িয়ে চলুন

Next Article