Kolkata COVID: কলকাতার ১০ টি ওয়ার্ডে মারাত্মক বিপদ! শহরে এই এলাকাগুলিকে এড়িয়ে চলুন
Kolkata COVID Situation: মঙ্গলবার থেকে ৭২ ঘণ্টা পরিস্থিতি বিচার করে এই সংক্রান্ত একটি রিপোর্ট স্বাস্থ্য দফতর ও শীর্ষ কর্তাদের কাছে পৌঁছছে।
কলকাতা: সারা রাজ্যে পলকে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। বিপদের আভাস পেয়ে স্বাস্থ্যভবনের কর্তারা বলছেন, পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের অর্ধেকই কলকাতাবাসী। পুরসভা সূত্রে জানা গিয়েছে, কলকাতার ১০টি ওয়ার্ড হটস্পট হিসাবে চিহ্নিত হয়েছে। মঙ্গলবার থেকে ৭২ ঘণ্টা পরিস্থিতি বিচার করে এই সংক্রান্ত একটি রিপোর্ট স্বাস্থ্য দফতর ও শীর্ষ কর্তাদের কাছে পৌঁছছে। শুধু কলকাতা নয়, বৃহস্পতিবারের করোনা বুলেটিন থেকে জানা যাচ্ছে, দুই ২৪ পরগনা-সহ বিভিন্ন জেলাগুলিতে জেট গতিতে বাড়ছে সংক্রমণ। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর. ডায়মন্ডহারবার, হাওড়া ও হুগলিতে কোনও কোনও ব্লককে হটস্পট বলে চিহ্নিত করা হচ্ছে। এমনটাই জানা যাচ্ছে।
এক নজরে কলকাতার হটস্পট জোন ওয়ার্ড ৩১
ক্যানাল সার্কুলার রোড, সিআইটি স্কিম, কাঁকুড়গাছি
ওয়ার্ড ৬৩
এজেসি বোস রোড, জেএল নেহেরু রোড, লর্ড সিনহা রোড, শেক্সপিয়র সরণি
ওয়ার্ড ৬৫
বেকবাগান, বন্ডেল রোড, তিলজলা, তপসিয়া
ওয়ার্ড ৬৯
বালিগঞ্জ সার্কুলার রোড, বেকবাগান রোড, ডোভার রোড, শরৎ বোস রোড, সৈয়দ আমির আলি অ্যাভিনিউ
ওয়ার্ড ৭১
এজেসি বোস রোড, আশুতোষ মুখার্জি রোড, চৌরঙ্গি রোড, হরিশ মুখার্জি রোড
ওয়ার্ড ৭৪
আলিপুর রোজ, বেলভেডিয়ার রোড, চেতলাহাট রোড, খিদিরপুর রোড
ওয়ার্ড ৮১
টালিগঞ্জ রোড, চারুচন্দ্র অ্যাভিনিউ, দেশপ্রাণ শাসমল রোড
ওয়ার্ড ৯৪
প্রিন্স আনোয়ার শাহ রোড, প্রিন্স গোলাম মহম্মদ শাহ রোড, এনএসসি বোস রোড
ওয়ার্ড ১০৯
কালিকাপুর, অজয়নগর, মুকুন্দপুর
প্রাথমিকভাবে ঠিক রয়েছে, পরিস্থিতি বুঝে ৩ জানুয়ারি থেকে কনটেইনমেন্ট জোনের দিকে হাঁটতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে, কলকাতার ১০ টি ওয়ার্ড- উত্তর থেকে দক্ষিণ ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৭২ ঘণ্টায় অস্বাভাবিক হারে কোভিড সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।
পাশাপাশি সংলগ্ন জেলাগুলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরেও সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। ব্লক ও পুরসভার একাংশ এইভাবেই আক্রান্ত হয়েছে। পরিসংখ্যান বলছে, বুধবার পর্যন্ত রাজ্যের দৈনিক সংক্রমণের ৫৫ শতাংশ ছিল কলকাতার।
কলকাতায় গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত স্পষ্ট। পাঁচ জনের মধ্যে চার জনের লোকাল স্যাম্পেলে ওমিক্রমণের সংক্রমণ স্পষ্ট। কলকাতায় টেস্ট ও পজিটিভিটি রেট সমান হারে বাড়ছে।
বৃহস্পতিবারের পর দেখা যাচ্ছে, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি প্রত্যেক জেলাতেই অস্বাভাবিক হারে করোনা সংক্রমণ বেড়েছে। বিশেষজ্ঞ কাজলকৃষ্ণ বণিক জানাচ্ছেন, এবার কিন্তু ভয় লাগছে। রক্ষাকবচ আলগা করলেই কোভিড সংক্রমণ বাড়ছে। এবছর তার কিছু প্রমাণ পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: Bidhannagar Municipal Election: প্রার্থী অপছন্দ, রাস্তায় টায়ার জ্বেলে বিক্ষোভ তৃণমূল কর্মীদের
আরও পড়ুন: Firhad Hakim on Dilip Ghosh: ‘দিলীপবাবু, আপনার শুয়ে থাকার কথা, আপনি শুয়ে থাকুন’