মুম্বই: একের পর এক সদ্যোজাতর মৃত্যু। তিন মাসে ১৭৯টি শিশুর মৃত্যু হয়েছে। যার মধ্যে গত ১৫ দিনে মৃত্যু হয়েছে ১৮টি শিশুর। এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছে মহারাষ্ট্রের (Maharashtra) নান্দুরবারের সরকারি হাসপাতাল। ঘটনার কথা স্বীকার করেছেন নান্দুরবারের সিএমও এম সাওয়ান কুমার। যদিও পরপর শিশুমৃত্যুর (Child death) জন্য তাদের শারীরিক অবস্থাকেই দায়ী করেছেন তিনি।
শিশু মৃত্যুর পরিসংখ্যান দিয়ে নান্দুরবারের সিএমও সাওয়ান কুমার জানান, নান্দুরবার জেলায় জুলাইয়ে ৭৫টি শিশু, অগস্টে ৮৬টি শিশু এবং সেপ্টেম্বরে ১৮টি শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭০ শতাংশের বয়স ১ থেকে ২৮ দিন অর্থাৎ সদ্যোজাত। শিশু মৃত্যুর প্রধান কারণ হিসাবে সিএমও বলেন, “কম ওজন, জন্ম থেকে শ্বাসকষ্ট, সেপসিস এবং শ্বাসযন্ত্রের অসুখ। প্রসবের সময় নানান সমস্যার জন্য বহু মহিলাকে বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন।” এই সমস্ত সমস্যার সমাধানের জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে বিশেষ প্রকল্প, ‘লক্ষ্য ৮৪ দিন’ চালু করা হচ্ছে বলেও জানান তিনি।
লক্ষ্য ৮৪ দিন প্রকল্পটি আদতে কী?
সিএমও এম সাওয়ান কুমার জানান, লক্ষ্য ৮৪ দিন প্রকল্পের অধীনে গর্ভবতী মা শিশুদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে। যার মধ্যে ৪২ দিন প্রসবপূর্ব যত্ন (ANC) এবং ৪২ দিন প্রসবোত্তর যত্ন (PNC) এর জন্য বরাদ্দ করা হবে।
শিশুমৃত্যুর হার কমানো, স্বাস্থ্য পরিষেবার উন্নতি এবং সদ্যোজাতদের সুস্থভাবে বাঁচতে যথাসময়ে হস্তক্ষেপ প্রদান করাই লক্ষ্য ৮৪ দিন প্রকল্পের লক্ষ্য। সিএমও বলেন, “আমরা নিয়মিতভাবে ANC ও PNC ইউনিট পরিদর্শন করব এবং শিশুমৃত্যুর হার কমানোর চেষ্টা করব।” আগামী দু-তিন মাসের মধ্যেই এই প্রকল্পের ফল মিলবে বলে জানান তিনি।