Murder Case: গর্ভে ৭ মাসের সন্তান, চেয়েছিল পৃথিবীর আলো দেখাতে, প্রেমিককে বলাতেই খুন করে পুঁতে দিল যুবতীকে!
Crime: ইন্সটাগ্রামে বেশ জনপ্রিয় ছিল ওই যুবতী। সেলিম নামক এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে বহু ছবি-ভিডিয়োও পোস্ট করেছিল তাঁরা। তবে সোনি তাঁর পরিবারের কাছে প্রেমের সম্পর্ক নিয়ে কিছু জানায়নি।
নয়া দিল্লি: সদ্য উনিশে পা দিয়েছিল। ইন্সটাগ্রামে ৬ হাজারেরও বেশি ফলোয়ার। সোশ্যাল মিডিয়াতেই পরিচয় হয়েছিল এক যুবকের সঙ্গে। সেখান থেকে প্রেম, ঘনিষ্ঠতা। গর্ভে এসেছিল সন্তান। জানাজানি হতেই প্রেমিককে চাপ দিয়েছিল বিয়ে করার জন্য। আর তার জন্যই চরম মাশুল গুনতে হল। গর্ভবতী যুবতীকে খুন করে মাটিতে পুঁতে দিল তাঁর প্রেমিক ও বন্ধুরা মিলে।
ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লিতে। এক যুবক তাঁর দুই বন্ধুর সাহায্য নিয়ে প্রেমিকাকে খুন করে এবং মাটিতে পুঁতে দেয়। জানা গিয়েছে, ওই যুবতী সাত মাসের গর্ভবতী ছিল। বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়ায় বিয়ের জন্য চাপ দিচ্ছিল যুবককে। উল্টোদিকে অভিযুক্ত যুবক চেয়েছিল, যুবতী গর্ভপাত করে নিক। এই নিয়েই তাদের মধ্যে দীর্ঘদিন মনোমালিন্য, বচসা চলছিল।
নিহত যুবতীর নাম সোনি (১৯)। ইন্সটাগ্রামে বেশ জনপ্রিয় ছিল ওই যুবতী। সেলিম নামক এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে বহু ছবি-ভিডিয়োও পোস্ট করেছিল তাঁরা। তবে সোনি তাঁর পরিবারের কাছে প্রেমের সম্পর্ক নিয়ে কিছু জানায়নি।
পুলিশ জানিয়েছে, সোনি সাত মাসের গর্ভবতী ছিল। প্রেমিককে বিয়ের জন্য চাপ দিলেও, সালেম বারবার গর্ভপাত করতে বলত। এই নিয়ে তাদের মধ্যে ঝামেলাও হত। চলতি সপ্তাহের সোমবার সোনি সেলিমের বাড়িতে যায়। তখন সেলিম, তাঁর বন্ধু ও সোনিকে নিয়ে হরিয়ানার রোহতকে নিয়ে যায়। সেখানেই সোনিকে খুন করে তাঁরা। এরপর মাঁটিতে পুঁতে দেয় দেহ।
পুলিশ জানিয়েছে, সেলিম ও তাঁর এক বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। খোঁজ চলছে আরও এক বন্ধুর।