Para Commando: প্রথম মহিলা সেনা সার্জেন থেকে প্যারা কম্যান্ডো, পায়েল ছাবড়ার রোল মডেল কে জানেন?

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 16, 2023 | 11:59 PM

Para Commando Training: প্যারা কমান্ডো হওয়ার যাত্রা সহজ নয়। সাহস এবং কিছু করার ইচ্ছা থাকলেই এটা সম্ভব। প্রতিদিন সকাল ৩টে থেকে ৪টের মধ্যে ট্রেনিং শুরু হয়। সাধারণত একজনকে ২০-৬৫ কেজি ওজন পিঠে নিয়ে ৪০ কিলোমিটার দৌড়তে হয়। সাহস ও লক্ষ্য দৃঢ় থাকলেই কম্যান্ডো হওয়া সম্ভব।

Para Commando: প্রথম মহিলা সেনা সার্জেন থেকে প্যারা কম্যান্ডো, পায়েল ছাবড়ার রোল মডেল কে জানেন?
ডা. পায়েল ছাবড়া।
Image Credit source: twitter

Follow Us

নয়া দিল্লি: ভারতীয় সেনাবাহিনীর প্যারা স্পেশাল ফোর্সে এবার নিযুক্ত হতে চলেছেন এক মহিলা চিকিৎসক। লাদাখের সেনা হাসপাতালে কর্মরত ডা. পায়েল ছাবড়া হতে চলেছেন প্যারা কম্যান্ডো। প্রথম মহিলা সেনা সার্জেন ছিলেন তিনি। গত বৃহস্পতিবার তিনি কম্যান্ডো-প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং উত্তরপ্রদেশের আগ্রার প্যারাট্রুপার্স ট্রেনিং স্কুল থেকে স্বীকৃতি পেয়েছেন।

প্যারা কম্যান্ডোর স্বীকৃতি পেয়ে পায়েল জানান, প্যারা কমান্ডো হওয়ার যাত্রা সহজ নয়। সাহস এবং কিছু করার ইচ্ছা থাকলেই এটা সম্ভব। প্রতিদিন সকাল ৩টে থেকে ৪টের মধ্যে ট্রেনিং শুরু হয়। সাধারণত একজনকে ২০-৬৫ কেজি ওজন পিঠে নিয়ে ৪০ কিলোমিটার দৌড়তে হয়। এছাড়া এই ধরনের অনেক জটিল কাজ সম্পন্ন করতে হয়। সাহস ও লক্ষ্য দৃঢ় থাকলেই কম্যান্ডো হওয়ার লক্ষ্যে পৌঁছনো সম্ভব।

ডা. পায়েল ছাবড়া থেকে প্যারা কম্যান্ডো হয়ে ওঠার পথ একনজরে…

মেজর ডা. পায়েল ছাবড়া হরিয়ানার বাসিন্দা। তাঁর MBBS এবং MS সার্জারি ডিগ্রি রয়েছে। পড়াশোনা শেষ করার পর হরিয়ানার কুর্নুলে কল্পনা চাওলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের এক সিনিয়ার রেসিডেন্ট চিকিৎসক হন।

ডা. পায়েল ছাবড়ার বাবা রাজেন্দ্র ছাবড়াও চিকিৎসক। তিনি জানান, তাঁর মেয়ে সর্বদা দেশসেবার স্বপ্ন দেখতেন। তাই বিদেশে ডাক্তারির সুযোগ পেয়েও তিনি যাননি।

সেনা চিকিৎসক হিসাবে ডা. পায়েল ছাবড়ার প্রথম পোস্টিং ছিল আম্বালা ক্যান্টমেন্টের সেনা হাসপাতালে। তারপর তিনি দীর্ঘদিন লাদাখের লেহ জেলায় খারদুংলায় সেনা হাসপাতালে নিযুক্ত ছিলেন। বর্তমানে তিনি লাদাখের সেনা হাসপাতালে স্পেশ্যালিস্ট সার্জেন পদে রয়েছেন।

ডা. রাজেন্দ্র ছাবড়া জানান, সেনা হাসপাতালে সার্জন হিসেবে কাজ করার সময়ই তাঁর মেয়ে প্যারা স্পেশাল ফোর্সের প্রবেশিকা পরীক্ষা দেন।

প্যারা কম্যান্ডো হওয়ার জন্য আগ্রার প্যারাট্রুপার্স ট্রেনিং স্কুলে প্রশিক্ষণ নেন ডা. পায়েল ছাবড়া। বৃহস্পতিবার তিনি কম্যান্ডোর স্বীকৃতি পান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও লেফটেন্যান্ট জেনারেল দিলজিৎ সিং পায়েলের রোল মডেল বলেও জানান পায়েলের বাবা।

Next Article