গোন্দা: নৈশভোজের প্রস্তুতিতে রান্না চলছিল। আচমকাই বিকট শব্দ। ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল গোটা গ্রাম। ভেঙে পড়ল লাগোয়া দুটি বাড়ি। মঙ্গলবার রাতে উত্তর প্রদেশের গোন্দায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভেঙে পড়ে দুটি বাড়ি। মৃত্যু হয় সাতজনের, আহত আরও সাত। নিখোঁজ একজনের খোঁজে এখনও উদ্ধারকার্য চলছে।
মঙ্গলবার রাতে উত্তর প্রদেশর টিকরি গ্রামে একটি বাড়িতে আচমকাই রান্না করার সময় গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের প্রভাবে গায়ে লাগোয়া পাশের বাড়িটিও হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সূত্র অনুযায়ী, সেই সময়ে দুটি বাড়ি মিলিয়ে মোট ১৫ জন উপস্থিত ছিল। এরমধ্যে সাতজনেরই মৃত্যু হয়েছে।
পুলিশ সুপার সন্তোষ কুমার মিশ্র বলেন, “গতকাল রাতে আমরা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পাই। বিস্ফোরণের জোর এতটাই ছিল যে দুটি বাড়িরই ছাদ ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় এখনও অবধি ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে সাতজনকেই মৃত বলে ঘোষণা করা হয়েছে। বাকি সাতজনকে একটি স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। একজনের খোঁজ এখনও মেলেনি।”
Gonda: Two adjacent houses collapsed after a cylinder blast at Tikri village in Wazir Ganj area last night.
"14 people have been rescue, 7 of them have been declared dead and 7 others are undergoing treatment at a hospital," said SP Santosh Kumar Mishra. pic.twitter.com/V6wGRwzilx
— ANI UP (@ANINewsUP) June 2, 2021
ওই পুলিশ আধিকারিক জানান, মৃতদের মধ্যে দু’জন পুরুষ ও মহিলা ছাড়া বাকি সকলেই শিশু ছিল। গোটা এলাকা জুড়ে যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে, তা পরিষ্কার করার জন্য বুলডোজার ব্যবহার করা হচ্ছে।
আরও পড়ুন: উদ্বেগের কারণ কেবল ডেল্টা ভ্যারিয়েন্টই, সিলমোহর বিশ্ব স্বাস্থ্য সংস্থার