Minor Abuse: স্কুলের ভিতরেই সপ্তম শ্রেণির দুই ছাত্রীকে ‘ধর্ষণ’ প্রধান শিক্ষকের

Jan 21, 2024 | 8:45 AM

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত প্রধান শিক্ষক দুই ছাত্রীকে ডেকে নিয়ে গিয়েছিলেন খালি ক্লাসরুমে। সেখানেই ২ জনকে ধর্ষণ করেন বলে অভিযোগ। এই ঘটনার পর নির্যাতিতা দুই ছাত্রী স্কুলে যেতে চাইছিল না। এ নিয়ে তাঁদের পরিবারের লোকেরা জিজ্ঞাসাবাদ শুরু করে। তখনই যৌন অত্যাচারের কথা জানায় দুই ছাত্রী।

Minor Abuse: স্কুলের ভিতরেই সপ্তম শ্রেণির দুই ছাত্রীকে ‘ধর্ষণ’ প্রধান শিক্ষকের
প্রতীকী চিত্র
Image Credit source: TV9 Bangla

Follow Us

ভুবনেশ্বর: স্কুলের ভিতরেই দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রধানশিক্ষকের বিরুদ্ধে। নাবালিকা ছাত্রীদের ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ওড়িশার কেন্দ্রাপাড়া জেলায়। ওই জেলারই একটি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক অভিযুক্ত। তাঁর হাতে যৌন নির্যাতনের শিকার হওয়া দুই ছাত্রীর বয়স ১৩ বছর। নির্যাতিতারা ২ জনেই সপ্তম শ্রেণির ছাত্রী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত প্রধান শিক্ষক দুই ছাত্রীকে ডেকে নিয়ে গিয়েছিলেন খালি ক্লাসরুমে। সেখানেই ২ জনকে ধর্ষণ করেন বলে অভিযোগ। এই ঘটনার পর নির্যাতিতা দুই ছাত্রী স্কুলে যেতে চাইছিল না। এ নিয়ে তাঁদের পরিবারের লোকেরা জিজ্ঞাসাবাদ শুরু করে। তখনই যৌন অত্যাচারের কথা জানায় দুই ছাত্রী। এর পর তাদের পরিবারের লোকেরা থানায় অভিযোগ দায়ের করে। তার পর অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।

ঘটনা নিয়ে রাজনগর থানায় দায়ের হয়েছে অভিযোগ। ওই থানার স্টেশন ইন চার্জ অজয় জেনা জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩৫৪ এবং ৫০৬ নম্বর ধারায় মামলা দায়ের হয়েছে। পাশাপাশি পকসো আইনেও মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতাদের বয়ানও নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Next Article