Ayodhya Ram Mandir: রামনগরীতে আজ থেকেই নো-এন্ট্রি, রাম মন্দিরে যেতে কী কী নিয়ম মানতে হবে জানেন?

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 21, 2024 | 8:02 AM

Ram Mandir Inauguration: ২২ জানুয়ারি, সোমবার রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন পটেল প্রমুখ। এছাড়া মুকেশ অম্বানী, গৌতম আদানির মতো শিল্পপতি, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলির মতো সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।

Ayodhya Ram Mandir: রামনগরীতে আজ থেকেই নো-এন্ট্রি, রাম মন্দিরে যেতে কী কী নিয়ম মানতে হবে জানেন?
কড়া নিরাপত্তা অযোধ্যায়।
Image Credit source: PTI

Follow Us

অযোধ্যা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দির (Ayodhya Ram Mandir)। দীর্ঘ অপেক্ষার পর আগামিকাল, ২২ জানুয়ারি রামলালার মূর্তি স্থাপন করা হবে নবনির্মিত রাম মন্দিরের গর্ভগৃহে। এই মুহূর্তের সাক্ষী থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে ৮ হাজার বিশিষ্টজনকে। ইতিমধ্যেই অযোধ্যায় ভক্তদের ঢল নেমেছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ পুলিশ ও নিরাপত্তা বাহিনী (Security Force)। আজ, রবিবার থেকে অযোধ্যায় আর কোনও গাড়ি ঢুকতে দেওয়া হবে না। ভক্তরাও আপাতত আর আসতে পারবেন না। বন্ধ হয়ে গিয়েছে অযোধ্যা ধাম স্টেশনও।

২২ জানুয়ারি, সোমবার রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন পটেল প্রমুখ। এছাড়া মুকেশ অম্বানী, গৌতম আদানির মতো শিল্পপতি, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলির মতো সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। একসঙ্গে এত ভিআইপি উপস্থিত থাকবেন বলে রামনগরীতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আজ থেকে ভিন রাজ্য থেকে আগত কোনও ভক্তকে আর অযোধ্যায় প্রবেশ করতে দেওয়া হবে না। গাড়ির ক্ষেত্রেও নো-এন্ট্রি জারি করা হয়েছে। শুধু তাই নয়, স্থানীয় বাসিন্দাদেরও আজ ও আগামিকাল বাড়ির বাইরে বেরতে নিষেধ করা হয়েছে।

নিরাপত্তা বলয়-

হাইভোল্টেজ এই অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, কেন্দ্র থেকে ২০ হাজারেরও বেশি পুলিশ ও নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে। মন্দির চত্বরে বসানো হয়েছে অ্যান্টি-ড্রোন সিস্টেম। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি যেমন মোতায়েন থাকবে, তেমনই ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF), প্যারা কম্যান্ডো, উত্তর প্রদেশের জঙ্গি দমন শাখা ও স্পেশাল টাস্ক ফোর্স মোতায়েন থাকবে। ইন্টেলিজেন্স ব্যুরোর দলও উপস্থিত থাকবে নিরাপত্তা ব্যবস্থায় নজরদারির জন্য। ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সও

কী কী নিয়ম রয়েছে?

শনিবার থেকেই রাম মন্দির চত্বরে কার্যত নো-এন্ট্রি হয়ে গিয়েছে। আজ থেকে ভিন রাজ্য থেকে আগত কাউকে অযোধ্যায় ঢুকতে দেওয়া হবে না। যারা অযোধ্য়া ধামে থাকেন, তাদের ঢুকতে দেওয়া হলেও, পরিচয় পত্র দেখানো বাধ্যতামূলক। স্থানীয় বাসিন্দাদের আজ ও আগামিকাল বাড়ি থেকে বেরতে নিষেধ করা হয়েছে। সরকারি ও বিশেষ পারমিট ছাড়া অন্য় কোনও গাড়ি অযোধ্যা শহরে ঢুকতে পারবে না।

Next Article