ভোপাল: চলন্ত ট্রেনে মর্মান্তিক ঘটনা।গায়ে চা পড়ে গিয়ে পুড়ে গেলেন তিন যাত্রী। এদিকে, গরম চা থেকে বাঁচতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল দুই যাত্রীর। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত দুই যাত্রীর মধ্যে একজনের পরিচয় জানা গিয়েছে। আটক করা হয়েছে চা-বিক্রেতাকে।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের সাগর জেলায়। জানা গিয়েছে, ট্রেনের জেনারেল বগিতে চা বিক্রি করছিলেন এক চা বিক্রেতা। এক কামরা থেকে অন্য কামরায় যাওয়ার সময়, গেটের কাছে হঠাৎ চায়ের ফ্লাক্সের ঢাকনা খুলে যায়। গরম চা ছিটকে পড়ে গেটের কাছে বসে থাকা যাত্রীদের গায়ে। পুড়ে যায় তিন যাত্রীর শরীর।
দুই যাত্রী ট্রেনের দরজাতেই বসেছিলেন। তাদের গায়ে চা পড়তেই চলন্ত ট্রেন থেকে লাফ দেন তাঁরা। রেললাইনে পড়ে আঘাতেই মৃত্যু হয় দুই যাত্রীর। সাগর ও বিনা স্টেশনের মাঝে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।
জিআরপির তরফে জানানো হয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। ঝাঁসি থেকে এক চা বিক্রেতা উঠেছিলেন। সাগর স্টেশন পার করার পর তিনি চা বিক্রি করতে গেলে, হঠাৎ ফ্লাক্সের ঢাকনা খুলে চা পড়ে যায়। গায়ে চা পড়ে যাওয়ায়, জেনারেল কামরার দুই যাত্রী চলন্ত ট্রেন থেকে পড়ে যান। চা পড়ে আরও তিন যাত্রীর শরীর পুড়ে গিয়েছে। তাদের চিকিৎসা চলছে। আটক করা হয়েছে ওই চা বিক্রেতাকে।
মৃত যাত্রীদের মধ্যে একজনের পরিচয় জানা গিয়েছে। যশবন্ত নামক ওই যাত্রী গোরক্ষপুর থেকে উঠেছিলেন, পুণে যাচ্ছিলেন। অপর যাত্রীর নাম-পরিচয় জানা যায়নি এখনও। নিহতের বয়স ২৫ থেকে ৩০-র মধ্যে।