UP Teacher Transfer: বদলি রোখার অভিনব ফন্দি, ঘণ্টার পর ঘণ্টা ‘বন্দি’ রইল ২৪ ছাত্রী!

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 23, 2022 | 3:31 PM

UP Teacher Transfer: তাঁদের পরিকল্পনা ছিল, ছাত্রীদের আটকে রাখবেন। পরে জেলা আধিকারিকরা আসলে, তাদের কাছ থেকে বদলি বাতিল করিয়ে তবেই 'বন্দি' ছাত্রীদের মুক্তি দিতেন তাঁরা।

UP Teacher Transfer: বদলি রোখার অভিনব ফন্দি, ঘণ্টার পর ঘণ্টা বন্দি রইল ২৪ ছাত্রী!
প্রতীকী চিত্র

Follow Us

লখিমপুর খেরি: চেয়েছিলেন এই গ্রামেই শিক্ষকতা করতে। কিন্তু বিধি বাম। হঠাৎ একদিন চিঠি এল যে বদলি (Transfer) হয়ে গিয়েছে। স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে জেলা আধিকারিক, সকলের কাছেই অনুরোধ করেছিলেন বদলি আটকে দেওয়ার জন্য, কিন্তু কেউই সেই অনুরোধ শোনেননি। রাগের বশে তাই চরম সিদ্ধান্ত নিলেন দুই শিক্ষক (Teachers)। আকাশে বিস্ময়কর বস্তু দেখানোর নাম করেই ছাদে নিয়ে গিয়ে আটকে রেখে দিলেন ২৪ জন ছাত্রীকে। দীর্ঘ কয়েক ঘণ্টা আটকে থাকার পর স্থানীয় প্রশাসন ও পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয় ছাত্রীদের। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri)।

পুলিশের তরফে জানা গিয়েছে, লখিমপুর খেরি জেলার বেহজামে অবস্থিত কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের দুই শিক্ষক বদলি রোখার জন্য জেলা প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতেই এই কাণ্ড ঘটিয়েছেন। ওই আবাসিক স্কুলেই দীর্ঘদিন ধরে তারা পড়াচ্ছিলেন। সম্প্রতিই তাদের বদলির চিঠি আসে। কিন্তু ওই দুই শিক্ষক স্কুল ছেড়ে যেতে চাননি। স্কুল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের কাছে বদলি রোখার আবেদন জানালেও, কেউই তাদের আবেদন গ্রাহ্য করেননি।

শেষ অবধি ওই দুই শিক্ষকই ফন্দি আঁটেন জেলা প্রশাসনের উপর চাপ সৃষ্টি করার জন্য। তাঁদের পরিকল্পনা ছিল, ছাত্রীদের আটকে রাখবেন। পরে জেলা আধিকারিকরা আসলে, তাদের কাছ থেকে বদলি বাতিল করিয়ে তবেই ‘বন্দি’ ছাত্রীদের মুক্তি দিতেন তাঁরা। পরিকল্পনামাফিকই গত বৃহস্পতিবার রাতে ২৪ জন ছাত্রীকে ছাদে নিয়ে যান। সেখানেই তাদের আটকে রেখে দেন। পরে হস্টেলের ওয়ার্ডেন গোটা ঘটনাটি জানতে পেরেই জেলা প্রশাসনকে খবর দেন। সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছন এবং ওই শিক্ষকদের বোঝানোর চেষ্টা করন। স্থানীয় থানাতেও খবর দেওয়া হয়। অবশেষে কয়েক ঘণ্টা পর ছাত্রীদের উদ্ধার করা হয়।

মনোরমৈ মিশ্র ও গোল্ডি কাটিয়ার নামক ওই দুই শিক্ষকের নামে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের ইতিমধ্যেই চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিনদিনের মধ্যেই কমিটি রিপোর্ট জমা দেবে।

আরও পড়ুুন: UP Family Murder: ঘর থেকে বেরচ্ছিল ধোঁয়া, দরজা খুলতেই চোখে পড়ল মাথা থ্যাঁতলানো ৫টি দেহ, ধন্দে পুলিশও

আরও পড়ুুন: Edible Oil : ভোজ্য তেলের জোগানে বড়সড় ঘাটতি, চলতি মাসের শেষ থেকে হু হু করে বাড়তে পারে দাম 

Next Article
Edible Oil : ভোজ্য তেলের জোগানে বড়সড় ঘাটতি, চলতি মাসের শেষ থেকে হু হু করে বাড়তে পারে দাম
Tamil Nadu Assault Case: যৌন লালসার শিকার! ধর্ষণের পর গর্ভবতী ১৭ বছরের নাবালিকা, গ্রেফতার ১২ বছরের কিশোর