হায়দরাবাদ: করোনা রোধে শারীরিক দূরত্ব মেনে চলার পাশাপাশি মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের ওপর বাড়তি জোর দেওয়ার কথা বারবারই শোনা গিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের মুখে। এবার হায়দরাবাদে ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। নারায়ণগুডা থানায় ট্রাভেল এজেন্সিতে কর্মরত এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ ওই ব্যক্তি এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেন। ওই তরুণী গর্ভবতী হওয়ার পর তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন ওই ব্যক্তি। রাগে অপমানে ওই তরুণী হ্যান্ড স্যানিটাইজার খেয়ে আত্মঘাতী হয়েছে বলেই জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ২২ বছর বয়সী ওই তরুণী নালগণ্ডা জেলার বাসিন্দা। লিবার্টি জংশনের নিকট একটি সংস্থায় সেলসম্যানের কাজ করতেন ওই তরুণী। প্রায় দুই বছর ধরে হায়দ্রাবাদে থাকেন ওই তরুণী। হঠাৎ করেই অভিযুক্ত ব্যক্তির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা হয়। থানার ইন্সপেক্টর বি গাট্টু মাল্লু জানিয়েছেন, “ওই তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় অভিযুক্ত ব্যক্তি। সম্প্রতি বিয়েকে কেন্দ্র করে দু’জনের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছিল।”
গত বছর, ৩০ ডিসেম্বর হ্যান্ড স্যানিটাইজার খেয়ে ওই তরুণী অভিযুক্ত ব্যক্তিকে মেসেজ করে। খবর পেয়ে তরুণীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান ওই ব্যক্তি। সেই সময় তরুণীর অবস্থা আশঙ্কাজনক ছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই তরুণী মা-বাবাকে ঘটনার কথা জানায় অভিযুক্ত ব্যক্তি।
পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি তরুনীর পরিবারকে জানিয়েছিল যে তাঁদের অবস্থা আশঙ্কাজনক এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর পাশাপাশি সে জানায় তাঁদের মধ্যে সামান্য কিছু ভুল বোঝাবুঝির কারণে ওই তরুণী এই চরম সিদ্ধান্ত নিয়েছে। পুলিশ আধিকারিক সূত্রে জানা গিয়েছে, তরুণী যে অন্তঃসত্ত্বা সেই কথাও পরিবারের সদস্যদের জানানো হয়েছিল।
১ জানুয়ারি, শনিবার চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান ওই তরুণী। এরপরই মৃত তরুণীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। শনিবার অভিযোগের ভিত্তিতে ধৃতকে আটক করে পুলিশ। জানা গিয়েছে, জিতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ও ৪২০ ধারায়, মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন: ‘ভ্যাকসিন নেওয়ার পর ১৫ দিন হাসপাতালে ছিলাম’! এরকম হওয়ার সম্ভাবনা কতটা, কী বলছেন চিকিৎসকরা