চন্ডীগঢ়: নববর্ষের রাত, জমজমাট বাজার। এরই মাঝে আচমকাই ২৩ বছরের এক যুবককে লাগাতার কোপাতে শুরু করল এক ব্যক্তি। যুবকের মৃত্যু নিশ্চিত করেই সকলের সামনে দিয়েই ছুটে পালাল অভিযুক্তরা। গল্পটা সিনেমার মতো মনে হলেও এটাই বাস্তব চিত্র। ছুরির আঘাতে প্রাণ হারানো ওই যুবকের একমাত্র অপরাধ ছিল, ভালবেসে ভিন জাতে বিয়ে করা। ঘটনাটি ঘটেছে হরিয়ানা (Haryana)-র পানিপথে (Panipat)।
মাত্র দেড় মাস আগেই বছর ২৩-র নীরজ ভালবেসে ভিনজাতের এক যুবতীকে বিয়ে করে (Inter-Caste Marriage)। গ্রামে এই বিষয়ে বেশ কয়েকবার পঞ্চায়েত সভাও বসেছিল, দুই পরিবারই সম্মতি জানিয়েছিল বিয়েতে। কেবল রাজি ছিল না পাত্রীর দাদারা। তারই প্রতিশোধ নিতে নতুন বছরের প্রথম দিনেই তাঁরা ভগ্নিপতিকে ফোন করে বাজারে ডাকে এবং সেখানেই কুপিয়ে খুন করা হয় নীরজকে। অভিযুক্তদের পালিয়ে যাওয়ার দৃশ্যটিও সিসিটিভি ফুটেজে (CCTV Footage) ধরা পড়েছে।
পুলিসি গাফিলতির অভিযোগ তুলে নীরজের দাদা জগদীপ বলেন, “ওঁরা বহুদিন ধরেই আমার ভাইকে হুমকি দিচ্ছিল। এই বিষয়ে আমরা পুলিসি নিরাপত্তার অনুরোধ করলেও তা শোনা হয়নি। এর আগে ভাইয়ের স্ত্রীকে ফোন করেও ওঁরা বলেছিল খুব শীঘ্রই চোখের জল ফেলতে হবে। তারপরই এই ঘটনা। ওঁরা আবার ফোন করে বলেছে আরও মৃত্যু দেখতে হবে আমাদের।”
আরও পড়ুন: অক্সফোর্ডের পর ভারত বায়োটেক! বিশেষজ্ঞ-অনুমোদন পেল ‘দেশি’ কোভ্যাকসিনও
এই বিষয়ে ডেপুটি পুলিস সুপারিন্টেনডেন্ট সতীশ কুমার ভাট বলেন, “দুই পরিবারের তরফ থেকেই বিয়েতে সম্মতি ছিল এবং বিয়ের বিষয়টি গ্রাম পঞ্চায়েতের মিটিংয়েও লিখিতভাবে জানানো হয়েছিল। তবে ওই যুবতীর দাদারা এই বিয়েতে সম্মতি দেয়নি এবং ক্রমাগত মেরে ফেলার হুমকি দিচ্ছিল। সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে।”
গত তিনদিনে এটি দ্বিতীয় ঘটনা, যেখানে পরিবারের সম্মান রক্ষার্থে খুন (Honour Killing) করা হল। এর দুদিন আগেই রোহতকে (Rohtak) এক যুবক-যুবতীকে গুলি করে এক ব্যক্তি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবতীর, গুরুতর আহত অবস্থায় হাসপাতাবে ভর্তি রয়েছেন যুবক। জানা গিয়েছে, একই জাতের হলেও ভিন গ্রামের বাসিন্দা হওয়ায়, বিয়ে করতে যাওয়ার পথেই ওই যুবতীর কাকা তাঁদের উপর গুলি চালায়।
আরও পড়ুন: ব্রিটেন থেকে ভারতে আসতে গেলে মানতে হবে কিছু নিয়ম, জেনে নিন