নয়া দিল্লি: বাবার পর এবার ছেলের পালা! দলের বিরুদ্ধেই তোপ দাগলেন কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরম (Karti Chidambaram)। তাঁর মতে, বড় সংখ্যক কমিটি কোনও উদ্দেশ্যই পূরণ করতে পারে না, কারণ যত বেশি সংখ্যক মত, ততই বিশ্বাসযোগ্যতা কম। তামিলনাড়ু নির্বাচনের (Tamil Nadu Election) জন্য আগেভাগেই প্রস্তুতিতে লেগে পড়েছে কংগ্রেস (Congress)। শনিবার দলের তরফ থেকে কংগ্রেস কমিটির বিশাল সংখ্যাক সভাপতি, সহ-সভাপতি ও জেনারেল সেক্রেটারির তালিকা প্রকাশ করা হয়। তার প্রেক্ষিতেই এমন মন্তব্য করলেন চিদাম্বরম পুত্র।
আজ দলের তরফে জেনারেল সেক্রেটারি কেসি ভেনুগোপাল (KC Venugopal) তামিলনাড়ুর কংগ্রেস কমিটিতে ৩২ জন ভাইস প্রেসিডেন্ট, ৫৭জন জেনারেল সেক্রেটারি, ১০৪ জন সেক্রেটারি, ৫৬জন এক্সেকিউটিভ কমিটি সদস্য, ৩২ জন এক্স-অফিসো সদস্য ও ২০০ জন সদস্যের তালিকা ঘোষণা করেন।
INC COMMUNIQUE
Various Appointments in Tamil Nadu Pradesh Congress Committee
(1/5) pic.twitter.com/F9OhxPB8x4— INC Sandesh (@INCSandesh) January 2, 2021
এই ঘোষণার পরই শিবগঙ্গার সাংসদ কার্তি চিদাম্বরম টুইটে রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধাকে ট্যাগ করে লেখেন, “এই বিশাল সংখ্যক কমিটি কোনও উদ্দেশ্যই পূরণ করে না। ৩২ জন ভাইস প্রেসিডেন্ট, ৫৭জন জেনারেল সেক্রেটারি, ১০৪ জন সেক্রেটারি! এদের কারোর কোনও কর্তৃত্ব থাকবে না অর্থাৎ এদের বিশ্বাসযোগ্যতাও নেই।”
These jumbo committees serve no purpose. 32 VP, 57 GS, 104 Secretaries. None will have any authority which means no accountability. @INCIndia @INCTamilNadu @kcvenugopalmp @dineshgrao @RahulGandhi @priyankagandhi https://t.co/21pdBThPRc
— Karti P Chidambaram (@KartiPC) January 2, 2021
আরও পড়ুন: ভিন জাতে বিয়ে, নববর্ষের রাতেই ভরা বাজারে যুবককে কুপিয়ে খুন করল ‘শ্যালক’রা
কেবল কার্তি নয়, এর আগে তাঁর বাবা পি চিদাম্বরম (P Chidambaram)-ও দলের বিক্ষুব্ধদের সমর্থন করে দলের প্রতিটি স্তরে নির্বাচন ও কংগ্রেসের সাংসদীয় বোর্ডে রদবদলের আবেদন জানান নেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)-র কাছে।
গত অগস্ট মাসেই দলের ২৩জন নেতা কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখে নিজেদের ক্ষোভের কথা জানিয়েছিলেন এবং দলের শীর্ষ নেতৃত্ব নির্বাচনের আবেদন জানিয়েছিলেন। অন্যদিকে, একের পর এক নির্বাচনে কংগ্রেসের করুণ হাল নিয়ে মুখ খোলেন পি চিদাম্বরম। তিনি সেই সময় জানিয়েছিলেন, ভাবনাচিন্তার সময় শেষ, এখন দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এরপরই ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে বিক্ষুব্ধদের সঙ্গে বৈঠকে বসেন সোনিয়া গান্ধী।
আগামী এপ্রিল-মে মাসেই তামিলনাড়ুতে নির্বাচন হতে চলেছে। তার আগেই দলের অন্দরে রদবদল করে সংগঠনকে আরও মজবুত করতে চাইছে কংগ্রেস, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
আরও পড়ুন: ব্রিটেন থেকে ভারতে আসতে গেলে মানতে হবে কিছু নিয়ম, জেনে নিন