ভারতই প্রথম! ব্রিটেনের স্ট্রেনের ‘কালচার’ করে নজির গড়ল আইসিএমআর

Jan 03, 2021 | 10:27 AM

আইসিএমআর তরফে টুইটে জানানো হয়েছে, ব্রিটেনে এসএআরএস-কোভ-২-কে সফলভাবে 'কালচার' করা সম্ভব হয়েছে।

ভারতই প্রথম! ব্রিটেনের স্ট্রেনের কালচার করে নজির গড়ল আইসিএমআর
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: ভারতের ব্রিটেনের স্ট্রেনের হানা বড়জোর দু’সপ্তাহ হয়েছে। জানা যাচ্ছিল, অভিযোজিত করোনার এই নয়া রূপ সংক্রমণের নিরিখে আরও ভয়ঙ্কর। কিন্তু এই স্ট্রেনের গঠনগত বৈশিষ্ট্য কেমন, তা এতদিন পর্যন্ত অধরাই ছিল গবেষকদের কাছে। শনিবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR) জানিয়ে দিল, তারাই প্রথম করোনার স্ট্রেন ‘কালচার’ করতে সক্ষম হয়েছে। এর ফলে নয়া স্ট্রেনকে রোখা আরও সহজ হবে বলে দাবি বিজ্ঞানীদের।

আইসিএমআর তরফে টুইটে জানানো হয়েছে, ব্রিটেনের এসএআরএস-কোভ-২-কে সফলভাবে ‘কালচার’ করা সম্ভব হয়েছে। নয়া স্ট্রেনের নমুনা গবেষণাগারে পরীক্ষা করে তার গঠনগত বৈশিষ্ট্য সম্পর্কে অবগত হয়েছেন বিজ্ঞানীরা। ‘কালচার’ হল ভাইরাসের নমুনা সংগ্রহ করে ল্যাবটরিতে প্রযুক্তির মাধ্যমে তার কোষের গঠনগত গতি প্রকৃতির গবেষণা করা। এ ক্ষেত্রে আইসিএমআর বিজ্ঞানীরা সফল হয়েছেন বলে দাবি তাঁদের। এমনকী ভারতই প্রথম ব্রিটেন স্ট্রেনের ‘কালচার’ করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন তাঁরা।

আরও পড়ুন- অক্সফোর্ডের পর ভারত বায়োটেক! বিশেষজ্ঞ-অনুমোদন পেল ‘দেশি’ কোভ্যাকসিনও

বিজ্ঞানীদের দাবি, ভাইরাসের ‘কালচার’ করা সম্ভব হওয়ায়, তার প্রতিষেধক তৈরি করতেও সুবিধা হবে। ইতিমধ্যে ভারতে অক্সফোর্ডের কোভিশিল্ড প্রতিষেধক আপদকালীন অনুমোদন পেয়েছে। শনিবার অনুমোদন পেয়েছে ভারত বায়োটেকের কোভ্যাক্সিনও। দেশজুড়ে চলছে করোনা টিকাকরণের ড্রাইরানও। প্রথম দফায় ৩০ কোটি নাগরিককে টিকাপ্রদান করা হবে। এ ক্ষেত্রে এই সব প্রতিষেধক স্ট্রেন রুখতে সম্ভব কিনা, এখন পর্যন্ত নিশ্চিন্ত নন বিজ্ঞানীরা। তবে, ভাইরাসের ‘কালচার’ করা সম্ভব হওয়া, পরবর্তী পদক্ষেপ করতে সহজ হবে বলে মনে করছেন তাঁরা।

Next Article