অক্সফোর্ডের পর ভারত বায়োটেক! বিশেষজ্ঞ-অনুমোদন পেল ‘দেশি’ কোভ্যাকসিনও

শনিবার বিশেষজ্ঞ দল অনুমোদন দিল ভারত বায়োটেকের কোভ্যাকসিনকে (Covaxin)।

অক্সফোর্ডের পর ভারত বায়োটেক! বিশেষজ্ঞ-অনুমোদন পেল 'দেশি' কোভ্যাকসিনও
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jan 02, 2021 | 7:26 PM

নয়া দিল্লি: নতুন বছরে জোড়া সুখবর। শুক্রবার অনুমোদন পেয়েছিল অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার করোনা প্রতিষেধক কোভিশিল্ড। এবার শনিবার বিশেষজ্ঞ দল অনুমোদন দিল ভারত বায়োটেকের কোভ্যাকসিনকে (Covaxin)। আপদকালীন ব্যবহারের জন্য ভারত বায়োটেক ও আইসিএমআরের তৈরি কোভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে সরকার নিযুক্ত বিশেষজ্ঞ দল। তবে এখনও প্রতিষেধকে অনুমোদন দেননি ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া।

কোনও প্রতিষেধক তখনই বিশেষজ্ঞ দলের অনুমোদন পায়, যখন তার নিরাপত্তা ও কার্যকরিতা প্রমাণিত হয়। দেশে প্রতিষেধকের আপদকালীন অনুমোদন চেয়ে আবেদন করেছিল কোভিশিল্ড, কোভ্যাকসিন ও ফাইজ়ার। তার মধ্যে ফাইজ়ার ছাড়া বাকি দুই প্রতিষেধককেই অনুমোদন দিল বিশেষজ্ঞ দল।

শনিবার দেশের সর্বত্র চলেছে করোনা টিকাকরণের ‘ড্রাই রান।’ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ঘোষণা করেছেন দেশের সর্বত্রই বিনা মূল্যে মিলবে করোনা প্রতিষেধক। কেন্দ্রের তরফে জানানো হয়েছে প্রথম দফায় করোনা প্রতিষেধক পাবেন দেশের ৩০ কোটি নাগরিক। তবে ডিজিসিআই অনুমোদন দিলে তবেই সেই প্রতিষেধকের টিকাকরণ শুরু হবে।

আরও পড়ুন: ব্রিটেন থেকে ভারতে আসতে গেলে মানতে হবে কিছু নিয়ম, জেনে নিন

ওয়াকিবহাল মহলের দাবি, বিশেষজ্ঞ দলের অনুমোদন পাওয়ার পর ডিজিসিআইয়ের অনুমোদন কার্যত সময়ের অপেক্ষা। সেক্ষেত্রে দেশে দু’টি করোনা প্রতিষেধকের টিকাকরণের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না কেউ। এর আগে ব্রিটেন ও আমেরিকাও দু’টি প্রতিষেধককে অনুমোদন দিয়েছে। আমেরিকায় টিকাকরণ চলছে ফাইজ়ার ও মডার্নার। ব্রিটেনে অনুমোদন পেয়েছে ফাইজ়ার ও কোভিশিল্ড।