ব্রিটেন থেকে ভারতে আসতে গেলে মানতে হবে কিছু নিয়ম, জেনে নিন
আগত যাত্রীদের ক্ষেত্রে, তাঁদের সফরের ৭২ ঘণ্টার আগের স্বাস্থ্যের যাবতীয় খুটিনাটি তথ্য নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে রেজিস্ট্রার করতে হবে। এছাড়াও সফরের আগের ৭২ ঘণ্টার মধ্যে করানো আরটি-পিসিআর (RT-PCR) পদ্ধতিতে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে। বিগত ১৪দিনের যাবতীয় ভ্রমণের তথ্য (Travel History)-ও জানাতে হবে কেন্দ্রকে।
নয়া দিল্লি: শুক্রবারই অসামরিক বিমান পরিষেবামন্ত্রী হরদীপ সিং পুরি (Hardeep Singh Puri) জানিয়েছিলেন, আগামী ৮ জানুয়ারি থেকে সচল হচ্ছে ভারত-ব্রিটেন উড়ান পরিষেবা (UK-India Flight Service)। গতকাল সামান্য কিছু নিয়ম জানানো হলেও আজ, শনিবার সম্পূর্ণ নিয়মবিধি প্রকাশ করা হল স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry)-র তরফ থেকে।
ব্রিটেন ও ভারতের মধ্যে বিমান পরিষেবা সচল হলেও আপাতত চারটি রাজ্য-দিল্লি (Delhi), মুম্বাই (Mumbai), বেঙ্গালুরু (Bengaluru) ও হায়দরাবাদ (Hyderabad)-র মধ্যেই চলাচল করবে। স্বাস্থ্যমন্ত্রকের তরফে যে নিয়মবিধিগুলি জারি করা হয়েছে, তার মধ্যে অন্যতম হল কোয়ারান্টিন (Quarantine)-র সময়সীমা বৃদ্ধি। আগে বিদেশফেরত কোনও ব্যক্তির করোনা রিপোর্ট নেগেটিভ এলে তাঁকে বাধ্যতামূলকভাবে সাতদিন কোয়ারান্টিনে থাকতে হত। বর্তমানে তা বাড়িয়ে ১৪দিন করা হল। এছাড়াও নির্দিষ্ট ওই চারটি রাজ্যকে বিমানবন্দরে হেল্প ডেস্ক (Help Desk) ও ইন্সটিটিউশনাল কোয়ারান্টিন (Institutional Quarantine)-র ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
All health precautions will be taken. SOPs have been issued by @MoHFW_INDIA. Passengers will be tested both before boarding & upon arrival in India. Details are attached herewith. These are valid till 30 Jan 2021.@MoCA_GoI @DGCAIndia pic.twitter.com/Sru7ooPWSC
— Hardeep Singh Puri (@HardeepSPuri) January 2, 2021
আগত যাত্রীদের ক্ষেত্রে যে নিয়মগুলি জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে, যাত্রীদের সফরের ৭২ ঘণ্টার তাঁদের স্বাস্থ্যের খুটিনাটি তথ্য নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে রেজিস্ট্রার করতে হবে। এছাড়াও ৭২ ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর (RT-PCR) পদ্ধতিতে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে। বিগত ১৪দিনের যাবতীয় ভ্রমণের তথ্য (Travel History)-ও জানাতে হবে কেন্দ্রকে।
আরও পড়ুন: কমেডি শোয়ে হিন্দু দেবতা, অমিত শাহকে ‘অপমান’, গ্রেফতার ৪
করোনা পরীক্ষার রিপোর্ট সঙ্গে থাকলেও বিমানবন্দরে ফের একবার একই পদ্ধতিতে করোনা পরীক্ষা করা হবে। যাঁদের রিপোর্ট পজ়িটিভ আসবে, তাঁদের পৃথকভাবে কোয়ারান্টিনে রাখা হবে এবং নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিং (Genome Sequencing)-র জন্য নির্দিষ্ট ল্যাবে পাঠানো হবে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা সমস্ত ব্যক্তিদেরও ইন্সটিটিউশনাল কোয়ারান্টিনে রাখা হবে।
কেবল যাত্রীদের জন্যই নয়, উড়ান সংস্থাগুলির জন্যও বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে। কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, “বিমানবন্দরে ভিড় এড়াতে উড়ানের সময়সূচিতে নির্দিষ্ট সময়ের ফারাক রাখতে হবে। এছাড়াও সহজে যাত্রী চিহ্নিতকরণের জন্য কোনও যাত্রীকেই ট্রানসিট বিমানবন্দর (Transit Airports)-র মাধ্যমে যাতায়াত করতে দেওয়া চলবে না।” এই যাবতীয় নিয়মই আগামী ৩০ জানুয়ারি অবধি কার্যকরী থাকবে। পরবর্তী সময়ে পরিস্থিতি অনুধাবন করে তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্যদিকে, অসামরিক বিমানমন্ত্রী হরদীপ সিং পুরি জানান, ভারত থেকে ব্রিটেনগামী বিমান পরিষেবা আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হলেও, সে দেশ থেকে ভারতে আসার জন্য বিমান আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হবে।
ব্রিটেনে অভিযোজিত করোনাভাইরাসের (New Strain of Coronavirus) খোঁজ মিলতেই সংক্রমণ এড়াতে গত ২৪ থেকে ৩১ ডিসেম্বর অবধি দুই দেশের মধ্যে বিমান চলাচল স্থগিত করে দেওয়া হয়। পরে তা বাড়িয়ে ৭ জানুয়ারি করা হয়। গতকাল বিমানমন্ত্রী জানান, ৮ জানুয়ারি থেকে নিয়মবিধির ঘেরাটোপেই ফের ব্রিটেন-ভারত বিমান পরিষেবা সচল হবে।
আরও পড়ুন: জিজ্ঞাসা: করোনার ভ্যাকসিন কীভাবে পাবেন? জেনে নিন, রেজিস্ট্রেশন থেকে সম্পূর্ণ প্রক্রিয়া