কমেডি শোয়ে হিন্দু দেবতা, অমিত শাহকে ‘অপমান’, গ্রেফতার ৪

তুকোগঞ্জ পুলিস স্টেশনের ইনচার্জ কমলেশ শর্মা বলেন, "মুনাওয়ার ফারুকি, প্রখর ভ্যাস, নলীন যাদব ও এডউইন অ্যান্টনি নামক চার ব্যক্তির বিরুদ্ধে ১৮৮, ২৬৯, ৩৪ ও ২৯৫এ ধারায় বিনা অনুমতিতে অনুষ্ঠানের আয়োজন, কোভিডবিধি ভঙ্গ ও ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ দায়ের করা হয়েছে।"

কমেডি শোয়ে হিন্দু দেবতা, অমিত শাহকে 'অপমান', গ্রেফতার ৪
একটি সংবাদপত্রের সম্পাদক সন্দীপ শর্মা ও সাংবাদিক সুনীল ব্রারের নামে এফআইআর দায়ের করা হয়েছেপ্রতীকী চিত্র।
Follow Us:
| Updated on: Jan 02, 2021 | 5:37 PM

ভোপাল: নববর্ষের পার্টিতে অমিত শাহ (Amit Shah) ও হিন্দু দেব-দেবী (Hindu Gods)-দের নিয়ে মজা করার অপরাধে ইন্দোর থেকে এক স্ট্যান্ড-আপ কমেডিয়ান (Standup Comedian) সহ মোট চারজনকে গ্রেফতার করল পুলিস। জানা গিয়েছে, ঘটনায় মূল অভিযুক্তের নাম মুনাওয়ার ফারুকি (Munawar Faruqui)। তিনি মুম্বইয়ের বাসিন্দা। এছাড়াও ওই অনুষ্ঠানের তিন আয়োজককেও গ্রেফতার করা হয়েছে কোভিডবিধি ভঙ্গের কারণে।

ঘটনার সূত্রপাত হয় নববর্ষের রাতেই। ইন্দোরের একটি জনপ্রিয় ক্যাফেতে কমেডি শো-র আয়োজন করা হয়েছিল। হিন্দুত্ববাদী একটি সংগঠন খবর পেয়ে সেখানে যায় এবং সেই শোতে অমিত শাহ ও হিন্দু দেব-দেবীদের নিয়ে কমেডিয়ান মজা শুরু করলেই অনুষ্ঠান বন্ধ করে দেয় ওই সংগঠন। তুকোগঞ্জ পুলিস স্টেশনে ওই কমেডিয়ান ও উদ্যোক্তাদের বিরুদ্ধে অভিযোগ জানান তাঁরা।

হিন্দ রক্ষক সংগঠন (Hind Rakshak Sangathan)-র কনভেনর একলব্য গৌর ও বিজেপি(BJP) বিধায়ক মালিনী গৌরের অভিযোগের ভিত্তিতে ওই চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এই বিষয়ে তুকোগঞ্জ পুলিস স্টেশনের ইনচার্জ কমলেশ শর্মা বলেন, “মুনাওয়ার ফারুকি, প্রখর ভ্যাস, নলীন যাদব ও এডউইন অ্যান্টনি নামক চার ব্যক্তির বিরুদ্ধে ১৮৮, ২৬৯, ৩৪ ও ২৯৫এ ধারায় বিনা অনুমতিতে অনুষ্ঠানের আয়োজন, কোভিডবিধি ভঙ্গ ও ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ দায়ের করা হয়েছে।”

আরও পড়ুন: বাংলাদেশ সীমান্তে ২০০ মিটার লম্বা সুড়ঙ্গ, দেদার চলত চোরাকারবারি! তাজ্জব অসমের পুলিস

অন্যদিকে, অভিযোগকারী একলব্য গৌর বলেন, “এই প্রথম নয়, মুনাওয়ার এর আগেও নিজের শোতে হিন্দু দেব-দেবীদের নিয়ে মজা করেছে ও অসম্মান করেছে। আমরা এই অনুষ্ঠানের খবর পেয়েই টিকিট কাটি। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বিদ্রুপ করেন এবং গোধরা কাণ্ডের সঙ্গে তাঁর নাম জড়ান। আমরা সঙ্গে সঙ্গে অনুষ্ঠান বন্ধ করাই এবং শিল্পী ও উদ্যোক্তাদের থানায় নিয়ে আসি।”

গোটা ঘটনার একটি ভিডিয়োও পুলিসের কাছে জমা দিয়েছেন বলে দাবি করেন একলব্য গৌর। অনুষ্ঠানে উপস্থিত একাংশের দাবি, ক্যাফে থেকে বের করে নিয়ে যাওয়ার সময় ফারুকিকে মারধোর করে হিন্দ রক্ষক সংগঠনের সমর্থকরা। যদিও সংগঠনের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আরও পড়ুন: তিন তালাকে অগ্রিম জামিনে বাধা নেই: সুপ্রিম কোর্ট