করোনা হলে হোক! ‘বিজেপির ভ্যাকসিন’ নেবেন না অখিলেশ

তাঁর আরও দাবি, ২০২২ সালে রাজ্যে সমাজবাদী পার্টি সরকার তৈরি হবে, তখন সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে

করোনা হলে হোক! 'বিজেপির ভ্যাকসিন' নেবেন না অখিলেশ
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Jan 02, 2021 | 5:32 PM

লখনউ: করোনা (Coronavirus) শরীরে বাসা বাঁধলেও ‘বিজেপির কোভিড ভ্যাকসিন’ নেবেন না অখিলেশ যাদব (Akhilesh Yadav)। এদিন সাফ জানিয়ে দিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান। কোনও রাকঢাক না রেখেই তিনি এই টিকাকে (Covid Vaccine) ‘বিজেপির ভ্যাকসিন’ নাম দিয়েছেন। অখিলেশ বিজেপিকে কোনও ভাবে বিশ্বাস করতে পারছেন না, তাই এহেন সিদ্ধান্ত। অন্যদিকে বিজেপি শিবিরের পাল্টা দাবি, তিনি চিকিৎসক ও বিজ্ঞানীদের অপমান করছেন।

উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য, “বিজেপি যেই ভ্যাকসিন ব্যবহার করছে তাকে আমি কীভাবে বিশ্বাস করব? ওই বিজেপি ভ্যাকসিন আমি নিতে পারব না।” তাঁর আরও দাবি, ২০২২ সালে রাজ্যে সমাজবাদী পার্টি সরকার তৈরি হবে, তখন সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। অখিলেশের এই কথা শুনে বেজায় চটেছেন উত্তর প্রদেশের ডেপুটি মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তিনি বলেন, “যেমন অখিলেশ ভ্যাকসিনকে ভরসা করতে পারছেন না, তেমনই উত্তর প্রদেশের মানুষও ওঁকে ভরসা করতে পারেনি। ভ্যাকসিন নিয়ে কোনও প্রশ্ন তোলা মানে দেশের চিকিৎসক ও বিজ্ঞানীদের অপমান করা। অখিলেশের ক্ষমা চাওয়া উচিত।”

করোনা ভ্যাকসিনের ‘ড্রাই রান’ আজ থেকেই শুরু হচ্ছে দেশজুড়ে। তার আগে ভ্যাকসিন প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও খোঁচা দেন অখিলেশ। বর্তমান সরকার করোনা পরিস্থিতি সামাল দিতে পারেননি বলেই অভিযোগ সপা নেতার। তাঁর কথায়, “এখন কেন কোল্ড চেইন আর ফ্রিজের ব্যবস্থা করা হচ্ছে ভ্যাকসিনের জন্য। এই সরকারই তো থালাবাটি বাজানো থেকে হাসপাতালের উপর হেলিকপ্টার ওড়ানো, কত কী করল।”

আরও পড়ুন: হিন্দু মানেই দেশপ্রেমী, গান্ধীজীর দেশাত্মবোধের জন্মও ধর্ম থেকেই: ভাগবত কথা

অখিলেশকে পাল্টা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরও। তিনি বলেন, “অখিলেশের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। কোভিড ভ্যাকসিনকেও একটা রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, এর চেয়ে নক্ক্যারজনক কিছু হয় না। বোঝাই যাচ্ছে অখিলেশ যাদব রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারেন না।”

আরও পড়ুন:  ‘জীবন শেষ করলাম, দায়ী মোদী সরকার’, মৃত্যুর আগে বয়ান প্রতিবাদী কৃষকের