মুম্বই: কেরলের পর বার্ড ফ্লুয়ের (Bird Flu) আতঙ্ক এবার মহারাষ্ট্রেও (Maharashta)। থানে(Thane)-র একটি পোলট্রি ফার্মে মুরগির শরীরে বার্ড ফ্লু ভাইরাসের খোঁজ মেলায়, ওই খামারের এক কিলোমিটারের মধ্যে থাকা প্রায় ২৫ হাজার পাখিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই পাখি নিধনের কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতিই থানে জেলার সাহাপুর তহশিলের ভেহলোলি গ্রামে শতাধিক মুরগির মৃত্যুর পরই বার্ড ফ্লু সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হয়।
সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েক সপ্তাহ ধরেই মহারাষ্ট্রের থানে জেলায় পাখির মড়ক শুরু হয়েছে। সম্প্রতিই ভেহলোলি গ্রামে একসঙ্গে একশোরও বেশি মুরগির মৃত্যু হয়। এরপরই থানের জেলাশাসক রাজেশ জে নারভেকর জেলা পশুপালন দফতরকে মৃত পাখিদের নমুনা পুণের ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানোর নির্দেশ দেন। নমুনা পরীক্ষায় এইচ৫এন১ ইনফ্লুয়েঞ্জা (H5N1 Influenza) ভাইরাসের খোঁজ মেলে।
থানে জেলা পরিষদের চিফ এক্সেকিউটিভ অফিসার ডঃ ভাউসাহেব দাঙ্গদে জানান, মৃত পাখিদের নমুনায় এইচ৫এন১ ইনফ্লুয়েঞ্জার খোঁজ মিলেছে। বার্ড ফ্লু সংক্রমণ রুখতেই ওই খামারের কয়েক কিলোমিটারের মধ্য সমস্ত পাখি মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মৎসপালন ও পশুপালন মন্ত্রককেও বার্ড ফ্লু সংক্রমণ নিয়ে জানানো হয়েছে। যে সমস্ত খামারের পাখি মেরে ফেলা হবে, তাদের মালিকদের যথাযথ ক্ষতিপূরণও দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এর আগে গত ডিসেম্বর মাসে কেরলের আলাপুজ়া জেলায় বহু হাঁস ও মুরগির মৃত্যু হতেই উদ্বেগ ছড়িয়েছিল। মৃত পাখির নমুনা সংগ্রহ করে ভোপালের ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হলে, রিপোর্টে বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়ে। এরপর বিপুল সংখ্যক হাঁস-মুরগি মেরে ফেলা হয়। ২০১৬ সালে কেবল আলাপুজা ও পাথানামিত্তা জেলাতেই কমপক্ষে ৫ লক্ষ হাঁস-মুরগিকে মেরে ফেলা হয়েছিল সংক্রমণ নিয়ন্ত্রণে।
আরও পড়ুন: Hijab Row: ‘ইন্ধন জোগাচ্ছে কংগ্রেসই’, হিজাব বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রীও