প্রেমিকের না-পসন্দ ছিল তাঁর মাছ-মাংস খাওয়া! গলায় প্যাঁচানো ডেটা কেবল, ভাড়া ফ্ল্যাটে পাইলটকে যে অবস্থায় উদ্ধার করা হল…শিউরে ওঠার মতো ঘটনা
Crime: ফ্ল্যাট থেকে সৃষ্টি তুলি (২৫) নামক এয়ার ইন্ডিয়ার পাইলটের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গলায় ডেটা কেবল জড়িয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ পাওয়া যায়। ওই দিন সকালেই যুবতী ডেটা কেবল কিনেছিলেন।
মুম্বই: আত্মহত্যা এয়ার ইন্ডিয়ার মহিলা পাইলটের। নিজের ফ্ল্যাটেই আত্মহত্যা করেন বছর পঁচিশের ওই যুবতী। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে যুবতীর প্রেমিককে। মৃতার পরিবারের অভিযোগ, ওই যুবক বিভিন্নভাবে তাঁকে হেনস্থা করত, তার উপরে চাপ সৃষ্টি করত। এমনকী, সম্পর্কে জড়ানোর পর যুবতীকে আমিষ খাবারও ছাড়তে বাধ্য করে যুবক।
সোমবার মুম্বইয়ের আন্ধেরির একটি ফ্ল্যাট থেকে সৃষ্টি তুলি (২৫) নামক এয়ার ইন্ডিয়ার পাইলটের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গলায় ডেটা কেবল জড়িয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ পাওয়া যায়। ওই দিন সকালেই যুবতী ডেটা কেবল কিনেছিলেন। তবে তাঁর মৃতদেহের পাশ থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।
যুবতীর মৃত্যুর খবর পাওয়ার পরই পরিবারের তরফে প্রেমিক আদিত্য পণ্ডিত (২৭)-র বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তার ভিত্তিতেই মঙ্গলবার যুবককে গ্রেফতার করে পুলিশ।
জানা গিয়েছে, ঘটনার দিন সকালেই সৃষ্টি তাঁর প্রেমিককে ফোন করে এবং আত্মহত্যা করবে বলে জানায়। অভিযুক্ত সেই সময় দিল্লি যাচ্ছিল। তড়িঘড়ি ফ্ল্যাটে এসে পৌঁছলেও, ভিতর থেকে কেউ দরজা না খোলায়, নকল চাবি বানিয়ে ফ্ল্যাটে ঢোকে যুবক। ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় প্রেমিকাকে। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে।
ওই যুবতী আদতে উত্তর প্রদেশের বাসিন্দা। কর্মসূত্রে মুম্বইয়ে থাকত। দুই বছর আগে দিল্লিতে কমার্শিয়াল পাইলটের কোর্স করতে গিয়েছিল যুবতী। সেই সময়ই আদিত্য পণ্ডিতের সঙ্গে আলাপ হয়। প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁদের মধ্যে।
মৃতার কাকার অভিযোগ, প্রায়সময়ই রাস্তাঘাটে সকলের সামনে সৃষ্টিকে হেনস্থা, অপমান করত ওই যুবক। তাঁর পোশাক থেকে খাবারের অভ্যাস-সবই বদলে ফেলার জন্য ক্রমাগত চাপ দিত। এমনকী, ওই যুবকের চাপেই আমিষ খাবার খাওয়া বন্ধ করে দিয়েছিল যুবতী।
মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে যুবকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে।