দশমীতে পরার জন্য নতুন শাড়ি দিতে পারেনি স্বামী, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ যুবতীর
Suicide: পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুমকায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বছর ছাব্বিশের এক যুবতী। সেন্দো দেবী নামক ওই যুবতী বাগঝোপা গ্রামের বাসিন্দা। স্বামী ও দুই সন্তান নিয়ে সংসার তাঁর। স্বামী ট্রাক্টর চালান।
রাঁচী: শাড়ি নিয়ে মান-অভিমান। চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবতীর। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের দুমকা জেলায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুমকায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বছর ছাব্বিশের এক যুবতী। সেন্দো দেবী নামক ওই যুবতী বাগঝোপা গ্রামের বাসিন্দা। স্বামী ও দুই সন্তান নিয়ে সংসার তাঁর। স্বামী ট্রাক্টর চালান।
জানা গিয়েছে, ওই যুবতী তাঁর স্বামীর কাছে দশেরা উপলক্ষে নতুন শাড়ি চেয়েছিলেন। কিন্তু টাকা না থাকায় স্ত্রীকে শাড়ি কিনে দিতে পারেননি স্বামী। এই নিয়েই অভিমান হয়। কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বের হয়ে যান যুবতী। এরপর ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যুবতীর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।