Atiq Ahmed Murder Case: আতিকের খুনিদের সাংবাদিকতার ‘অভিনয়’ শিখিয়েছিলেন ৩ সাংবাদিক!

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 20, 2023 | 4:03 PM

Atiq Ahmed Murder Case: শনিবার পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে খুন করা হয় উত্তর প্রদেশের কুখ্যাত গ্য়াংস্টার আতিক আহমেদকে। এই ঘটনায় তিন আততায়ী এখন পুলিশি হেফাজতে। কীভাবে রিপোর্টিং করতে হয়, তাদের সেই প্রশিক্ষণ দিয়েছিল তিন স্থানীয় সাংবাদিক।

Atiq Ahmed Murder Case: আতিকের খুনিদের সাংবাদিকতার অভিনয় শিখিয়েছিলেন ৩ সাংবাদিক!
প্রয়াগরাজের হোটেল থেকে চলছিল রেকির কাজ, আতিক-আশরফ খুনে আততায়ীদের কাছে থাকা ব্যাগ নিয়ে বাড়ছে রহস্য

Follow Us

লখনউ: প্রকাশ্যে একাধিক মিডিয়ার সাংবাদিকের সামনে খুন হন উত্তর প্রদেশের (Uttar Pradesh) কুখ্যাত গ্যাংস্টার (Gangstar) আতিক আহমেদ (Atiq Ahmed) ও তাঁর ভাই আশরফ আহমেদ। সাংবাদিকদের ছদ্মবেশে এসেই তাঁদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে ৩ আততায়ী লভলেশ তিওয়ারি, অর্জুন মৌর্য ও সানি সিংহ। এই তিন জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এবার উত্তর প্রদেশের পুলিশ জানিয়েছে, এই তিনজন আততায়ী কীভাবে সাংবাদিকের ছদ্মবেশে রিপোর্টার ও ক্যামেরাম্যানের অভিনয় করবে, তার জন্য ট্রেনিং দিয়েছিলেন তিন সাংবাদিক। এবার তাঁদের গ্রেফতার করল উত্তর প্রদেশ পুলিশ। উত্তর প্রদেশের বান্দা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রিপোর্টিংয়ের উপর ওই তিন আততায়ীকে রীতিমতো একটা ছোটোখাটো কোর্স করানো হয়েছিল। খোদ সাংবাদিকদের থেকেই সাংবাদিক হওয়ার তালিম নিয়েছিল তারা। সেই প্রশিক্ষণ নিয়েই গত শনিবার সাংবাদিকদের ভিড়ে লুকিয়ে ছিল আততায়ীরা। তারপর সুযোগ বুঝে আতিক ও আশরফের কাছে এসে পিস্তলের ট্রিগার টেপে তারা। এই তিন অভিযুক্তকেই পুলিশ গ্রেফতার করেছে। বর্তমানে তারা পুলিশি হেফাজতেই রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করেই এই তিন সাংবাদিকদের সম্বন্ধে জানতে পেরেছে পুলিশ। অভিযুক্ত তিওয়ারিকে সাংবাদিকের প্রশিক্ষণ দেওয়ার জন্য এই সাংবাদিকদের গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা বান্দার একটি স্থানীয় নিউজ চ্যানেলে সাংবাদিক হিসেবে কর্মরত বলে জানা গিয়েছে।

এদিকে ইন্ডিয়া টুডে-র একটি প্রতিবেদন অনুযায়ী, আততায়ীরা একদিন আগেই আতিককে খুন করতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত পরিকল্পনা বদলে ফেলে। একটা গোটা দিন তারা আতিক ও আশরফের গতিবিধিতে নজর রাখে। তারপর পুলিশি পাহারার মধ্য়ে, টেলিভিশন ক্যামেরার সামনে কাছ থেকে তাদের খুন করে তিন আততায়ী। খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণও করে তারা।

Next Article