তাসের ঘরের মতো ভেঙে পড়ল বহুতল, মৃত ১, নীচে চাপা পড়ে কমপক্ষে ১০, জারি উদ্ধারকাজ

সরকারি আধিকারিক সূত্রে জানা গিয়েছে, ওই বিল্ডিংয়ের বেসমেন্টে কাজ চলছিল। ফার্মাসিউটিক্য়াল ব্য়বসার গোডাউন হিসাবেই ব্যবহার করা হত বিল্ডিংয়ের নীচের তলটি। বাড়ির উপরের তলগুলিতে তখন বেশ কয়েকজন বাসিন্দা ছিলেন। বিকেল সাড়ে ৫টা নাগাদ আচমকাই বিল্ডিংটি ভেঙে পড়ে।

তাসের ঘরের মতো ভেঙে পড়ল বহুতল, মৃত ১, নীচে চাপা পড়ে কমপক্ষে ১০, জারি উদ্ধারকাজ
ভেঙে পড়েছে বিল্ডিংটি।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Sep 07, 2024 | 7:25 PM

লখনউ: তাসের ঘরের মতো ভেঙে পড়ল বহুতল। আহত কমপক্ষে ১০ জন। ধ্বংসস্তূপের নীচে বহু মানুষের চাপা পড়ে থাকার আশঙ্কা।  এমনকী, বহুতলের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকও চাপা পড়ে যায়। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় এনডিআরএফ, এসডিআরএফ উদ্ধারকাজ চালাচ্ছে।

শনিবার বিকেলে উত্তর প্রদেশের লখনউয়ের ট্রান্সপোর্ট নগরে একটি তিনতলা বিল্ডিং ভেঙে পড়ে। বিল্ডিংয়ের নীচে চাপা পড়ে একজনের মৃত্য়ু হয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে। আহত কমপক্ষে ১০ থেকে ১২ জন। ধ্বংসস্তূপের নীচে আরও ১০ জন চাপা পড়ে রয়েছেন বলেই খবর। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সরকারি আধিকারিক সূত্রে জানা গিয়েছে, ওই বিল্ডিংয়ের বেসমেন্টে কাজ চলছিল। ফার্মাসিউটিক্য়াল ব্য়বসার গোডাউন হিসাবেই ব্যবহার করা হত বিল্ডিংয়ের নীচের তলটি। বাড়ির উপরের তলগুলিতে তখন বেশ কয়েকজন বাসিন্দা ছিলেন। বিকেল সাড়ে ৫টা নাগাদ আচমকাই বিল্ডিংটি ভেঙে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। খবর দেওয়া হয় এসডিআরএফ, এনডিআরএফ-কেও। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্রুত উদ্ধারকাজ শেষ এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)